Entertainment

Icche Putul : মেঘকে জ্বালাতে নীলকে বাড়িতে নিয়ে এলো ময়ূরী! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রমো

Icche Putul : একের পর এক নয়া টুইস্ট। টানটান উত্তেজনার মধ্য দিয়েই এগোচ্ছে জি বাংলার মেগা ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। বর্তমানে প্রতিটি দর্শকের নয়নের মনি হয়ে উঠেছেন গল্পের নায়িকা মেঘ। অন্যদিকে নায়কের কপালে জুটেছে খলনায়কের তকমা। ইতিমধ্যেই আবার গল্পে এন্ট্রি হয়েছে নয়া নায়ক জিষ্ণুর। গুরুজির কাছে গানের ক্লাসে গিয়েই একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছেন মেঘ-জিষ্ণু। যদিও তাদের এই বন্ধুত্ব মন থেকে মেনে নিতে পারছেন না নীল। ইতিমধ্যেই স্ত্রীকে নতুন করে সন্দেহ করতে শুরু করেছেন তিনি।

সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেই গাঙ্গুলী পরিবারে হাজির হয়েছেন ময়ূরী। মেঘের বিরুদ্ধে একের পর এক মিথ্যে গল্প সকলকে শুনিয়েছেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ফের একবার মেঘকে ভুল বুঝে ময়ূরীর প্রতিটি কথা বিশ্বাস করলেন নীল এবং তাঁর মা। এমনকি ইতিমধ্যেই সে সকলকে জানিয়ে দিয়েছে খুব শীঘ্রই ময়ূরীর সঙ্গে নতুন করে জীবনের পথ চলা শুরু করবে নীল।

এরপরেই দেখা যায় মেঘকে জ্বালানোর জন্য নীলের কলেজে হাজির হয়েছেন ময়ূরী। এমনকি তাঁকে সঙ্গে করে সে নিয়ে এসেছে বাড়িতে। আর এসবের মাঝেই প্রকাশ্যে চলে এলো ধারাবাহিকের আসন্ন পর্ব। সেখানেই দেখা যাবে ময়ূরীর বাড়িতে এসে হাজির নীলের মা, কাকিমা, কাকা এবং ঠাকুমা। গিনির বিয়ের জন্য তাদেরকে নিমন্ত্রণ করতে এসেছেন তাঁরা।

অন্যদিকে আবার জিষ্ণু মেঘের জন্য উপহার নিয়ে হাজির। এই পর্ব দেখেই দর্শকরা দাবি তুলেছেন মেঘের প্রেমে পড়েছেন জিষ্ণু। আদৌ কী দর্শকদের এই দাবি মানবেন নির্মাতারা? সত্যি কী নীলকে ডিভোর্স দিয়ে জিষ্ণুর সঙ্গে সংসার পাতবেন মেঘ? নাকি পুনরায় ফিরে যাবেন নীলের জীবনেই? জানতে হলে অবশ্যই নজর রাখতে হবে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকের আগামী পর্বে।