EntertainmentVideoViral Video

তীব্র শরীরী হিল্লোলে নীলকমলের সঙ্গে উষ্ণ রোমান্স নম্রতার, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

Advertisement
Advertisements

যতদিন এগোচ্ছে ততই যেন ভোজপুরী গানের জনপ্রিয়তা বাড়ছে তরতরিয়ে। বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে সমানভাবে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকেও। আজকালকার যুগে সকলেই বিনোদন প্রিয়। খেতে, শুতে, হাঁটতে, ঘুরে সকলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক্টিভ।

তীব্র শরীরী হিল্লোলে নীলকমলের সঙ্গে উষ্ণ রোমান্স নম্রতার, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

আর তাইতো যেকোনো ভিডিওই নিমেষেই ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে। ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নম্রতা মাল্লাকে (Namrata Malla) কেইনা চেনেন। তার সৌন্দর্য্য নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তার ছবি থেকে ভিডিও (Video) সবকিছুই ভাইরাল হয় নেটমাধ্যমে। সম্প্রতি এবারও একবার নম্রতার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে ‛Chadhal Jawani Rasgulla’ গানে তুমুল নাচতে (Dance) দেখা যাচ্ছে। একজন যুবকের সঙ্গেই তাকে নাচে মাততে দেখা গিয়েছে।

তীব্র শরীরী হিল্লোলে নীলকমলের সঙ্গে উষ্ণ রোমান্স নম্রতার, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

আর তার এই নাচের মুভসে কুপোকাত হয়েছেন ভক্তরা। এই গানটি গেয়েছেন নীলকমল সিং ও শিল্পী রাজ। নম্রতা নিজেই তার ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে ভিডিওটি (Video) শেয়ার করেছেন। ভিডিওতে তাকে বেশ হট লুকেই দেখা গিয়েছে। তার পরণে রয়েছে সিলভার রঙের ভি নেক কাটিং ডিপ নেক ব্রালেট। সঙ্গে পড়েছেন হাই থাই শর্ট স্কার্ট। কানে দুল, মাথায় টায়রা টিকলি। পোশাকের মধ্যে থেকে স্পষ্ট সুডৌল স্তন। খোলা পেটে একেবারে মোহময়ী লুক নম্রতার (Namrata Malla)।

 

View this post on Instagram

 

A post shared by Namrata malla zenith (@namritamalla)

তাকে দেখে রীতিমতো চোখ সরানো দায় হয়ে পড়েছে নেটিজেনদের। এমন রূপ যেকোনো পুরুষের রাতের ঘুম কাড়বে নিমেষেই। ইতিমধ্যেই ৫১ হাজারের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। এর আগেও একবার ‛চিকনি চামেলি’ গানে নম্রতার নাচের স্টেপে ফিদা হয়েছিল সাইবারবাসী। আর এবারেও তার অন্যথা হয়নি। সম্প্রতি নম্রতার (Namrata Malla) হট মুভসওয়ালা নাচের ভিডিও (Video) ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।