EntertainmentVideoViral Video

গাড়ির মধ্যে অসভ্যতামী! কিঞ্জলের জামাইবাবুকে ছোবল মারলো নাগিন ‘পঞ্চমী’, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

পঞ্চমীর সঙ্গে অসভ্যতামির শাস্তি পেল কিঞ্জলের জামাইবাবু। প্রকাশ্যে এল পঞ্চমীর আসল রূপ! ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, চিত্রার সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে কিঞ্জলের। শত চেষ্টা করেও পঞ্চমী বিয়ে আটকাতে পারেনি। চিত্রার গুরুদেব এসে ছল করে বিয়ে সম্পূর্ণ করায়। আর তারপরই চিত্রার কথামতো পঞ্চমীকে বাড়ি থেকে বের করে দেয় কিঞ্জলের মা।

কিঞ্জলের জামাইবাবু পঞ্চমীকে নিয়ে যাওয়ার পথে গাড়ির মধ্যেই অসভ্যতামি করে। তাকে অনেকবার সাবধান করে পঞ্চমী। অবশেষে সে না শুনলে প্রকাশ্যে আনে নিজের আসল রূপ। এমনকি জামাইবাবুর গালে দু খানা দাগও বসিয়ে দেয়। আর বলে এরপর এমন করলে বিষ দাঁত বসাবে। পঞ্চমীর এমন ভয়াবহ রূপ দেখে অজ্ঞান হয়ে যায় জামাই বাবু। তার জ্ঞান ফেরাতে জল খুঁজতে বেরোয় পঞ্চমী।

গাড়ির মধ্যে অসভ্যতামী! কিঞ্জলের জামাইবাবুকে ছোবল মারলো নাগিন ‘পঞ্চমী', ভাইরাল ভিডিও

ওদিকে চিত্রার গুরুদেব আসলে কে, তার উদ্যেশ্য কি সেসব প্রশ্নের মুখে পড়ে চিত্রা। যদিও চিত্রা গুরুমাকে স্পষ্ট জানিয়ে দেয় যে, সে কিঞ্জলকে মারবে এতটাই তার সঙ্গে কথা। এর বাইরে তার সঙ্গে সে কথা বলতে চায় না। ওদিকে রান্না ঘরে দুধ ওতলানো নিয়েও বেফাঁস কথা বলে বসে চিত্রা। যদিও পরে গুরুমা তা সামাল দেয়। এদিকে পঞ্চমীকে বাঁচাতে আসে কিঞ্জল।

গাড়ির মধ্যে অসভ্যতামী! কিঞ্জলের জামাইবাবুকে ছোবল মারলো নাগিন ‘পঞ্চমী', ভাইরাল ভিডিও

এমনকি শিবের মন্দিরে বসে তার মাথায় ওষুধও লাগিয়ে দেয়। কথা দেয় কখনও পঞ্চমীকে ছেড়ে যাবে না। এখন শুধু দেখার পালা আগামী দিনে কি ঘটতে চলেছে ধারাবাহিকে।