Advertisement
EntertainmentVideoViral Video

দুর্দান্ত কায়দায় শরীর নাচিয়ে মঞ্চ মাতালেন ‘হটবম্ব’ মুসকান বেবি, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

Advertisement
Advertisements

হরিয়ানভি শিল্পী মুসকান বেবি (Muskan Baby) আবার ভাইরাল হলেন তার নাচের জন্য। এখন মুসকান বেবি এমনি দেশের মানুষের নজরে থাকেন সবসময়। হরিয়ানভী নৃত্য শিল্পী হিসাবে কার্যত ব্যাপক জায়গা করে নিয়েছেন তিনি। সময় যত বদলেছে শুধু স্টেজের উপরে উদ্দাম নাচ নয় বিভিন্ন আলাদা সোশ্যাল মাধ্যমেও পরিচিতি বেড়েছে তাঁদের। সুনিতা সহ অন্যদের নাচ দেখতে মুখিয়ে থাকেন এখন দর্শকরা। সম্প্রতি জনপ্রিয় একটি গানে এবার তার নাচই ভাইরাল (Viral) হয়েছে ইউটিউবের থেকে।

দুর্দান্ত কায়দায় শরীর নাচিয়ে মঞ্চ মাতালেন ‘হটবম্ব' মুসকান বেবি, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

Advertisements

ভিডিওতে মুসকানকে জনপ্রিয় হরিয়ানভি গান ‘মেরা কে নাপেগা ভরতার’ গানে জবরদস্ত নাচ করতে দেখা গেছে। পরনে তার ধূসর চকচকে রঙে সালোয়ার কামিজ। ওপেন স্টেজ শোর মধ্যে শুরুতেই যে শরীরী হিল্লোল তোলা নাচ শুরু করলেন মুসকান তা দেখে কারেন্ট দৌড়াবে আপনার শরীরে। পাতলা কোমরের ঠুমকায় যেন রাতের ঘুম উড়েছে নেটিজেনদের। সাথেই খোলা চুল, দুর্দান্ত মেকআপ, লিপস্টিক ও শরীরের উষ্ণতায় পূর্ণ চাহুনিতে নাচের মাধ্যমে মন কেড়ে নিয়েছে মুসকান বেবি নিমেষেই।

Advertisements

দুর্দান্ত কায়দায় শরীর নাচিয়ে মঞ্চ মাতালেন ‘হটবম্ব' মুসকান বেবি, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

তার এক্সপ্রেশন কিন্তু পুরুষদের মন গলাতে বাধ্য। এই সুঠাম ফিগারে পুরুষের ঘাম ঝরতে বাধ্য। দুই মাস আগে ‘Tashan Haryanvi’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ২.৫ লক্ষ মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই প্রচুর লাইক ও কমেন্ট এসেছে মুসকান বেবির উদ্দেশ্যে।

দুর্দান্ত কায়দায় শরীর নাচিয়ে মঞ্চ মাতালেন ‘হটবম্ব' মুসকান বেবি, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

কমেন্টে কেউ লিখেছেন -‘দুর্দান্ত হট ডান্স’। আবার কেউ লিখেছেন -‘স্টেজে পুরো ধামাল করে দিলে মুসকানজি’। ইউটিউবের মাধ্যমে আপনি আরও ভিডিও দেখতে পাবেন মুসকানের যা আপনার মন ভরিয়ে তুলবে। তবে এই ভিডিওর সূত্র ধরেই মুসকান বেবি এখন ছেয়ে আছেন নেট নাগরিকদের মাঝে।