Entertainment

এই সিরিজে শরীরী আবেদন দিয়ে লজ্জার সীমা ছাড়িয়েছেন নায়িকা মুসকান, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

Advertisement
Advertisements

Namak Web Series On ULLU: অ্যাডাল্ট সিরিজের ক্ষেত্রে উল্লু (Ullu) যেন বিশেষ নাম করেছে। সেখানেই আবারো নতুন সিরিজ রিলিজ করেছে। ঘাম ঝরানো এই সিরিজ জুড়ে রয়েছে একাধিক বোল্ড সিন্। নিশ্চয়ই ভাবছেন কোন সিরিজ নিয়ে কথা বলছি। অবশ্যই বলবো তবে তার আগে জানিয়ে রাখি সিরিজের নায়িকা সম্পর্কে। এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুসকান আগারওয়াল।

Muskan Agarwal: ২৫ বছরের এই নায়িকা বেশ জনপ্রিয়। ‘পালং তোড়: বেকাবু দিল’ ওয়েবসিরিজ দিয়ে সবার নজরে আসেন। চরমসুখ:এটাকি চাক্কি, দামাদজি, চান্দা ওর চাঁদনী, জাল এই ধরণের সিরিজে অভিনয় করেছেন। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় তিনি। এবার ফিরে আসা যাক আজকের সিরিজে।

সিরিজের নাম – নামাক (Namak)

রিলিজ অ্যাপ – উল্লু (Ullu)

রিলিজ তারিখ – ৬ ই জানুয়ারি,২০২৩

Namak Web Series On ULLU Storyline:

স্বপ্না, একটি ছোট শহরে বসবাসকারী একটি সুন্দরী মহিলা। তার স্বামী তার দিকে ফিরেও তাকায় না। বরং তার ফিগারের দিকে তাকায় সম্পূর্ণ পাড়ার লোক। তবে স্বপ্নার স্বামীর যে বস তার চোখ আটকে যায়। সে তার স্বামীর থেকেই স্বপ্নাকে ভোগ করতে চায়। তার পদোন্নতির জন্য সে নিজের স্ত্রীকে লেলিয়ে দিয়েছে। শেষে স্বপ্নাকে তার স্বামীর বসের সাথে সম্পর্ক তৈরী করতে হয়। কিন্তু সেই মুহূর্ত আবার এক ব্যক্তি ভিডিও করে স্বপ্নার কাছে নিয়ে আসে। কিভাবে সে এই মায়াজাল থেকে বেরোতে পারবে। তার জন্য আপনাকে দেখতে হবে এই ওয়েব সিরিজ।

সাবস্ক্রিপশন নিলেই উল্লুর পর্দাতে আপনি দেখতে পাবেন এই সিরিজ। তাই ঝটপট সাবস্ক্রিপশন নিয়ে দেখে নিন।