Entertainment

সোনার দোলনা উপহার দিয়ে রাম চরণের মেয়ের মুখ দেখলেন মুকেশ আম্বানি! দাম শুনলে অবাক হবেন আপনিও

রামচরণের মেয়েকে সোনার দোলনা উপহার দিলেন আম্বানি (Mukesh Ambani) পরিবার! ২০ জুন বাবা-মা হয়েছেন দক্ষিণের জনপ্রিয় তারকা রামচরণ ও তার স্ত্রী উপসনা। বিয়ের ১০ বছরের মাথায় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তারকা দম্পতি। দাদু চিরঞ্জীবি ইতিমধ্যেই নাতনির নাম রেখেছেন ‛মেগা প্রিন্সেস’। ১০ দিনের মাথায় রাম চরণের শশুর বাড়িতে মেয়ের নামকরণের অনুষ্ঠান করেছিলেন।

যথারীতি এই খবরে হইচই পরে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। রাম চরণের (Ram Charan) মেয়ে হওয়ার খবরে তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন আল্লু অর্জুন। এমনকি শুভেচ্ছা জানিয়েছেন হাজার হাজার ভক্তরা। আর এবার রাম চরণের মেয়ের নামকরণের অনুষ্ঠানে সোনার দোলনা উপহার পাঠালেন আম্বানি উপহার। এই দোলনার দাম কত জানলে অবাক হবেন আপনিও।

রামচরণ মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আর সেই সময় অভিনেতা বলেন যে, আমার অনুরাগীদের ধন্যবাদ। গোটা ভারত থেকে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। এমনকি বাবা হওয়ার পর বিশেষ উপহার পান রামচরণ (Ram Charan)। তাঁর প্রিয় ‛আরআরআর’-এর টিমের এক সদস্যের কাছ থেকেই। রাম চরণের মেয়ে জন্ম নেওয়া উপলক্ষে একটি বিশেষ সুর বেঁধেছেন ‘নাটু নাটু’ খ্যাত গায়ক কালা ভৈরব।

কালা ভৈরবের বাঁধা সেই সুর সবার সঙ্গে ভাগও করে নিয়েছেন রাম চরণ। তবে, মুকেশ আম্বানীর (Mukesh Ambani) দেওয়া সোনার দোলনার দাম কত তা জানা যায়নি। আর এই ব্যাপারে এখনও মুখও খোলেননি রামচরণ (Ram Charan)। তবে, এই দোলনার দাম যে কোটি টাকা হবে তা বলার অপেক্ষা রাখেনা।