Mouni Roy: দুধ সাদা পোশাকে বাথরুমে ‘হট বম্ব’ মৌনি রায়! দেখে চোখ সরছে না ভক্তদের

Mouni Roy : বঙ্গতনয়া মৌনি রায় (Mouni Roy) এখন পাকাপাকিভাবে মুম্বাইয়ের বাসিন্দা। একের পর এক সিনেমায় অভিনয় করে সেরা নায়িকাদের তালিকায় নিজের নাম পাকা করে দিয়েছেন। ৩৭ বছরের মৌনি ২০২২ সালে গাঁটছড়া বাঁধেন প্রেমিক ব্যবসায়ী সুরাজ নাম্বিয়ারের সাথে। সোশ্যাল মাধ্যমেও দুর্দান্ত বাঁধন আছে মৌনীর। যে কারণে একের পর এক ফটো কিংবা ভিডিওর মাধ্যমে দর্শক মন জিতে নিয়েছেন অনায়েসেই। আবারো ঠিক সেই কাজেরই পুনরাবৃত্তি করলেন মৌনি।
View this post on Instagram
ইনস্টাগ্রামে স্নান ঘরের বিশেষ মুহূর্ত তুলে ধরেছেন মৌনি (Mouni Roy)। দোহা -য় ছুটি কাটানোর মাঝেই এমন চরম ব্যক্তিগত মুহূর্ত তুলে ধরলেন অভিনেত্রী যা দেখে কার্যত হাঁ হয়ে গেছেন সকলে। একসাথে চারটি আলাদা ফটো আপলোড করেছেন। যেখানে দেখা যাচ্ছে সাদা তোয়ালে গ্রাউনে নিজের শরীর ঢেকে রেখেছেন।
View this post on Instagram
কোনো ফটোতে চেয়ারে বসে আবার কোনো ফটোতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজস্বী তুলেছেন তিনি। অজান্তেই যে উষ্ণতা বাড়িয়ে তুলেছেন নেট পাড়ার সেটা মৌনি (Mouni Roy) নিজেই বুঝতে পেরেছেন। এখনও পর্যন্ত ২ লক্ষের কাছাকাছি লাইক ছাড়িয়ে গেছে ছবিতে। তার সাথেই সবাই কার্যত ‘হট’ ও ‘সেক্সি’ কমেন্ট করেছেন।
Mouni Roy Instagram Post
View this post on Instagram
‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) সিনেমায় অভিনয় করেছেন মৌনি। যেখানে মুখ্য চরিত্রে তাঁকেই দেখতে পেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। ‘দ্য ভার্জিন ট্রি’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন মৌনি। যেখানে তার বিপরীতে থাকবেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt) ও সানি সিং নিজ্জার (Sunny Singh Nijjar)। ২০২৩ সালের শেষের দিকে এই সিনেমাটি রিলিজ হবার কথা আছে।