×
EntertainmentVideoViral Video

‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে মৌনির সঙ্গে রোমান্সে মজলেন দেব, দেখে মুখ ভার প্রেমিকা রুক্মিণীর! ভাইরাল ভিডিও

গার্লফ্রেন্ডের সামনেই মৌনীকে জড়িয়ে তুমুল নাচ দেবের (Dev)! রুক্মিণীর এক্সপ্রেশন দেখে হেসে খুন নেটিজেনরা। সম্প্রতি মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‛ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। ছবিতে রণবীর-আলিয়া তো রয়েছেই, পাশাপাশি অন্ধকারের রানী হিসেবে নজর কেড়েছেন মৌনী রায় (Mouni Roy)। জুনুন এর চরিত্রে তিনি অভিনয় করেছেন। সম্প্রতি তিনি হাজির হচ্ছেন স্টার জলসার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‛ডান্স ডান্স জুনিয়র’ সিজন থ্রির মঞ্চে।

আর সেখানেই বাংলার সুপারস্টার দেবের সঙ্গে নেচে তাক লাগাতে দেখা যাবে টেলিভিশনের নাগিন কন্যাকে। এদিন সাদা রঙের শিফন শাড়িতে ধরা দিতে দেখা যাবে মৌনীকে। এই প্রথমবার কোনো বাংলা রিয়েলিটি শোয়ের মঞ্চে দেখা মিলবে অভিনেত্রীর। মৌনীর রূপে এমনিতেই মজে পুরুষদের একাংশ। আর এবার দেবকেও দেখা গেল অভিনেত্রীর সঙ্গে জমিয়ে নাচতে। দেবের সিনেমা ‛মন মানে না’ র টাইটেল ট্র্যাকে নাচতে দেখা গেল তাদের।

দুজনেই মেতেছেন রোম্যান্টিক পারফরম্যান্সে। তবে এ তো গেল দুজনের কথা। কিন্তু জানেন কি দেব ও মৌনীর নাচ দেখে রুক্মিণীর (Rukmini Maitra) মুখের অবস্থা কেমন? প্রোমো দেখে বোঝাই যাচ্ছে রুক্মিণীর মুখ বেশ ভার! শুধু তাই নয় চোখ গোলগোল করে দেখছে দেবকে। আর সেটা দেখে তো হেসে খুন নেটিজেনরা। রুক্মিণী যে বড্ড জেলাস ফিল করছে দেবের সঙ্গে মৌনীকে দেখে তা বেশ স্পটই বোঝা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

যদিও অনেকেই আবার বলেছেন এটা এডিটরের কারসাজি। স্টার জলসার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‛ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ র মঞ্চে বিচারকের ভূমিকায় রয়েছেন দেব, রুক্মিণী ও মনামী। এছাড়া ৩ ক্যাপ্টেনের ভূমিকায় রয়েছে ‛গুনগুন’ ওরফে তৃনা (Trina), ‛খুকুমণি’ ওরফে দ্বিপান্বিতা (Dipanwita) আর ‛গঙ্গারাম’ ওরফে অভিষেক (Avishek)। তার সঙ্গে রয়েছে ভাসান বাপির অর্থাৎ অভিনেতা রোহন ভট্টাচার্যের কমেডি।

এদিন রিয়েলিটি শোয়ের মঞ্চে মৌনীকে গড়গড় করে বাংলা বলতেও দেখা যায়। দীর্ঘদিন ধরে কাজের সূত্রে মৌনী মুম্বাই থাকলেও নিজের মাতৃভাষাকে যে একেবারেই ভোলেননি তা স্পষ্ট ভিডিওতে।