পোশাকের ফাঁকে উন্মুক্ত বক্ষ বিভাজিকা ও থাই! এই পোশাকে অনুগামীদের নজর কাড়লেন ‘হট বম্ব’ মৌনী, ভাইরাল ছবি

বঙ্গতনয়া মৌনি রায় বলিউডের একজন পাকাপোক্ত অভিনেত্রী। প্রথম ১০ জনের মধ্যে অবশ্যই তিনি বিরাজ করবেন। ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) সিনেমায় তার অভিনয়ের পর থেকে কার্যত হাতে একের পর এক কাজ এসেছে। কিন্তু তা সত্ত্বেও ভ্রমণ পিপাসু মৌনি পৃথিবী দেখা থেকে নিজেকে বিরত রাখতে পছন্দ করেন না। তাই তো স্বামী নয় বরং বন্ধুদের বগল দাবা করে চলে গেছেন আমালফি কোস্ট, ইতালি ঘুরতে। আর সেখান থেকেই কার্যত এবার বোল্ড লুকে উষ্ণতা ঝরালেন মৌনি রায় (Mouni Roy)।
View this post on Instagram
মৌনি রায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কতগুলি ছবি শেয়ার করেছেন। যাতে তার সাহসী ও বোল্ড স্টাইল দেখা যাচ্ছে। ছবিতে তিনি একটি গোলাপী রঙের ব্র্যালেট পরেছেন। এটির সাথে থাই হাই কাট স্কার্ট খুব সুন্দর মানিয়েছে। ফটোগুলিতে অভিনেত্রী তার হট ফিগার দেখিয়েছেন এবং তার সুন্দর উরু ধরা দিয়েছে। শুধু তাই নয় খোলা চুল ও বিভিন্ন এক্সপ্রেশনে বাজিমাত করেছেন।
View this post on Instagram
ফটোর মধ্যেই তাঁর শরীরের আগুনে যেন সবাই গরম হয়ে উঠতে বাধ্য। কোনো ফটোতে বসে আবার কোনোটায় নিজের শরীরকে ক্যামেরার সামনে তুলে ধরেছেন। বক্ষ বিভাজকা সম্পূর্ণ উন্মুক্ত। সাথেই শরীরের জেল্লা যেন আলোর ছটার মতোই ফটোর মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে। লক্ষ লক্ষ লাইক ও কমেন্ট এসেছে যা খুবই স্বাভাবিক। বাঙালি কন্যার রূপের তারিফ করেছেন প্রচুর মানুষ।
View this post on Instagram
কাজের কথা বলতে গেলে পর পর বেশ কয়েকটি ছবিতে মৌনিকে অভিনয় করতে দেখা যাবে। এই প্রথমবার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় মুখ্য ভিলেনের চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গেয়েছিলো। পরবর্তীতে ‘দ্য ভার্জিন ট্রি’ নামের সিনেমায় অভিনয় করছেন মৌনি। তার বিপরীতে থাকবেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt) ও সানি সিং নিজ্জার (Sunny Singh Nijjar)। টেলিভিশন থেকে বলিউডের প্রথম সারির নায়িকা হবার জন্য বেশ পরিশ্রম করতে হয়েছিলো তাকে। তবে বর্তমানে তাকে আর পিছন ফিরে তাকাতে হয় না।