×
Entertainment

ডিপ নেক গাউনে স্পষ্ট বক্ষভাঁজ, বিয়ের পর Super Hot লুকে নেটিজেনদের রাতের ঘুম কাড়লেন মৌনি রায়, ভাইরাল ছবি

Mouni Roy সিকুইনড পোশাকে নেটিজেনদের নজর কাড়লেন অভিনেত্রী মৌনি রায়। জনপ্রিয় বলিউড অভিনেত্রী মৌনি রায় শুধুমাত্র তার অভিনয়ের জন্য নয়, তার সাহসী বোল্ড লুকের কারণেও লাইমলাইটে থাকেন। ভক্তরা তাকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এমনকি ভক্তদের কথা ভেবে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

মৌনি রায়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচুর ফ্যান ফলোয়িংও রয়েছে। যার কারণে মৌনি রায়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়। সম্প্রতি অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যেখানে মৌনির পরনে রয়েছে সোনালী রঙের সিকুইনড স্লিভলেস গাউন। ডিপ নেকলাইনের হাই থাই স্লিটেড এই গাউনটিতে মৌনিকে দেখতে অসাধারণ লাগছে।

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

পোশাকের সঙ্গে মাননসই সোনালী রঙের স্টোন স্টাডেড ইয়ারিং। আঙুলে স্টোন স্টাডেড ফিঙ্গার রিং। হালকা ওয়েভি কার্লি হেয়ারে মৌনির (Mouni Roy) এই লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। মৌনি হলেন বলিউডের ‛আই ক্যান্ডি’। তার ছবি পোস্ট হওয়া মাত্রই প্রশংসার বন্যা বয় নেট মাধ্যমে। সম্প্রতি মৌনির এই ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

প্রসঙ্গত, ‛কিউ কি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালের মাধ্যমে প্রথম হিন্দি সিরিয়ালে পা রাখেন মৌনি। যদিও ‛নাগিন’ সিরিয়াল দিয়ে জনপ্রিয়তা পান। এরপর ‛গোল্ড’ ছবি দিয়ে পা রাখেন বলিউডে। এরপর থেকে ধীরে ধীরে অধিক জনপ্রিয়তা পেতে শুরু করেন। চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে মৌনির ছবি ‛ব্রহ্মাস্ত্র’।