Mouni Roy: অরেঞ্জ বিকিনিতে উষ্ণতার পারদ চড়ালেন বঙ্গতনয়া মৌনি রায়

গরমের কাঠফাঁটা রৌদ্রে রীতিমতো নাজেহাল মানুষজন। বলা চলে একপ্রকার স্বস্তি খুঁজছেন সকলেই। আর তখনই মৌনীর আবেদনময়ী লুকে আরও খানিকটা উষ্ণতার পারদ চড়েছে ভক্তদের মনে। এক নেটিজেন তো লিখেই বসলেন ‛তুমি সত্যিই খুব সুন্দর’! তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। ‘নাগিন’ খ্যাত কন্যা হলেন মৌনী রায় (Mouni Roy)। তিনি হিন্দি টেলিভিশন (Television) ও বলিউডের (Bollywood) জনপ্রিয় একজন অভিনেত্রী।
View this post on Instagram
গত বছরের ২৭ জানুয়ারি গোয়ার সমুদ্র সৈকতে প্রেমিক সুরজ নাম্বিয়ারের (Suraj Nambiar) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। বর্তমানে চুটিয়ে করছেন সংসার। তার পাশাপাশি মৌনীকে (Mouni Roy) ছবির কাজ ও ডান্স বাংলা ডান্স-এর মঞ্চ দুই জায়গাতেই দেখা যাচ্ছে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ মৌনী। মাঝেমধ্যেই ছবি ও ভিডিও পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের।
View this post on Instagram
সম্প্রতি মৌনী (Mouni Roy) নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন দুটি ছবি। যেখানে তাকে একেবারে হট লুকে দেখা যাচ্ছে। তার পরণে রয়েছে কমলা রঙের বিকিনি ড্রেস। গলায় মোটা জুয়েলারি। খোলা চুলে ন্যুড মেকআপে ধরা দিয়েছেন অভিনেত্রী। পোশাকের মধ্যে থেকে স্পষ্ট সুডৌল স্তন ও উন্মুক্ত নাভি। সূর্যের বিপরীতে দাঁড়িয়ে একেরপর এক নিজের মতো পোজে ছবি তুলেছেন অভিনেত্রী।
View this post on Instagram
ছবি শেয়ার করে মৌনী (Mouni Roy) ক্যাপশনে একটি আগুন ও একটি লিপস্টিকের ইমোজি দিয়েছেন। মৌনীর এই ছবি দেখে একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛হট’। আবার কেউ লিখেছেন ‛সেক্সী’। আবার কেউ তো মৌনীর প্রশংসা করে লিখেছেন ‛তুমি সত্যিই খুব সুন্দর’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) মৌনীর এই লুক।