Entertainment

টাকার জন্য বউকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করালো স্বামী, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

সিনেমা হল গুলি কার্যত বন্ধের মুখে। তবে ঘরে বসে ওটিটি প্লাটফর্মর মাধ্যমে কার্যত ব্যাপক বিনোদন খুঁজে নিচ্ছেন সকলে। ‘ইরোটিক’ ওয়েব সিরিজ বেশি সময় ধরে মানুষ দেখছেন। যে কারণে বিভিন্ন অ্যাপ দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে সেই ধরণের ওয়েব সিরিজ তৈরী করেছেন। সারাদিনের কাজের শেষে এই ধরণের ইরোটিক ও অ্যাডাল্ট ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন অনেকেই। কিন্তু নতুন নতুন সিরিজ খুঁজে পাওয়া বেশ চাপের ব্যাপার। তবে আপনার জন্যই আজ এক দুর্দান্ত ঘাম ঝরানো সিরিজ নিয়ে হাজির হয়েছি।

একা ঘরে থাকলে অনায়েসেই ‘বেশরমস’ নামক ওটিটি প্ল্যাটফর্ম থেকে ঘুরে আসতে পারেন। সেখানেই একটি নতুন ওয়েব সিরিজ রিলিজ হয়েছে। চলুন তাহলে আজ বিশেষ এই ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানানো যাক।

Web Series Name – দামাদ জি (Damad Ji)

Episode – এই ওয়েব সিরিজে ৩টি এপিসোড আপনারা দেখতে পাবেন।

Web Series Cast : সিরিজটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন কমলিকা চন্দ্র (Kamalika Chanda), প্রিয়াঙ্কা চাউরাসিয়া (Priyanka Chaurasiya), রানী পারি (Rani Pari)।

In Which Platform Do You Watch This Series – এই সিরিজ একমাত্র দেখা যাবে বেশরমস (Besharams) অ্যাপের মাধ্যমে।

Web series Story – এই সিরিজের গল্প তৈরী হয়েছে এক পরিবারকে ঘিরে। যেখানে এক বিধবা মা তাদের ছেলে, বৌমা ও মেয়েকে নিয়ে থাকে। মেয়ের বিয়ের জন্য একটি পাত্র ঠিক করেন। তার সাথেই বিয়ে হয়। ফুলসজ্জার রাতেই তার নতুন বউকে ব্লুফিল্ম দেখিয়ে উত্তেজিত করে ও তাতে অভিনয় করতে বলে। তবে সেই জামাইয়ের চোখ ছিল তার শালার স্ত্রীয়ের উপরে। যে কারণে ছলে বলে তার শালাকে ফাঁসিয়ে দিয়ে তারপরে তার স্ত্রীকে পাবার জন্য ফন্দি আটে। কোনদিকে যাবে গল্পের মোড়? জানতে হলে আপনাকে দেখতে হবে দামাদ জি ওয়েব সিরিজটি।

Release Date- ২০২৩ সালের ১৩ই মে এই ওয়েব সিরিজটি রিলিজ করেছিল।

Languages – হিন্দি সহ আরও কয়েকটি আঞ্চলিক ভাষায় এই ওয়েব সিরিজ রিলিজ হয়েছে।

How To Download Besharams App – আপনার গুগল প্লে স্টোর কিংবা IOS স্টোর থেকে বেশরমস অ্যাপটি ডাউনলোড করুন। ইনস্টল হোয়ে গেলে রেজিস্টার করুন। তারপরে আপনাকে নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট টাকার পরিবর্তে সাবস্ক্রিপশন কিনতে হবে।