Monami Ghosh : ভেজা বিকিনিতে লাস্যময়ী পোজ ‘মৎস্যকন্যা’ মনামীর! দেখে হাঁ নেটিজেনরা

পরণে প্রিন্টেড রঙিন বিকিনি! পাথরের গায়ে হেলান দিয়ে হট পোজে ক্যামেরাবন্দী হলেন মনামী ঘোষ (Monami Ghosh)। মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। অভিনেত্রীর ফ্যাশান সেন্স থেকে শুরু করে মারকাটারি ফিগারে কুপোকাত হন ভক্তরা। কখনও উন্মুক্ত বক্ষ বিভাজিকায় আবার কখনও কোমরের কার্ভসে পুরুষদের রাতের ঘুম কাড়েন ‛মৌ বৌদি’।
একসময় তাঁর শর্ট হাইট দেখে অনেকেই ভেবেছিলেন যে, তিনি এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবেন না। কিন্তু যত দিন এগিয়েছে ততই তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছেন দর্শকরা।

১৯৯৭ সালে সিরিয়াল দিয়ে প্রথম অভিনয় জগতে পা রাখেন মনামী। তার প্রথম সিরিয়াল ছিল ‛সাতকাহন’ (Satkahon)। তারপর একেরপর এক সিনেমা, সিরিয়াল, ওয়েবসিরিজে অভিনয় করে মনজয় করে নিয়েছেন সকলের।
View this post on Instagram
বর্তমানে তার কেরিয়ার গ্রাফ উর্ধমুখী। অভিনয় তো রয়েছেই তার পাশাপাশি কখনও আবার তাকে বিচারকের আসনেও দেখা যায়। সবটাই তিনি সামলে চলেছেন সমানতালে। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তার পরনে রয়েছে রঙিন বিকিনি। সঙ্গে ম্যাচিং করা স্কার্ট। বিনুনি করা চুল, কানে হালকা ইয়ার রিং সহ হাতে চুড়ি। বিকিনির মধ্যে দিয়ে স্পষ্ট বক্ষ বিভাজিকা।
View this post on Instagram
খোলা পেটে উন্মুক্ত নাভিতে মনামীর এই জলে ভেজা শরীর দেখে কুপোকাত হয়েছেন তার পুরুষ ভক্তরা। ভিডিও (Video) শেয়ার করে মনামী ক্যাপশনে লিখেছেন যে, ‛ওয়েভ নেভার স্টে বাট অলোয়েজ রিটার্ন। বি হেলদি ইনসাইড এন্ড ফিট আউটসাইড। হ্যাপি ওয়াল্ড হেলথ ডে’।
Monami Ghosh Instagram Post:
View this post on Instagram
ভিডিও শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) লিখেছেন ‛হ্যায় দেয়ার মারমেইড’। আবার কেউ লিখেছেন ‛জলপরী’। আবার কেউ হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) মনামীর (Monami Ghosh) এই ভিডিও।