Entertainment

Monami Ghosh: রঙিন অন্তর্বাস পরা ছবি দিয়ে পুরুষদের হার্টবিট বাড়ালেন মনামী ঘোষ

Advertisement

পরণে রঙিন বিকিনি ও শর্টস্কার্ট! লাস্যময়ী অবতারে ফের একবার নেটিজেনদের ঘুম কাড়লেন মনামী ঘোষ (Monami Ghosh)। অভিনেত্রীর ফ্যাশান সেন্স থেকে শুরু করে মারকাটারি ফিগারে কুপোকাত হন ভক্তরা। কখনও উন্মুক্ত বক্ষ বিভাজিকায় আবার কখনও কোমরের কার্ভসে পুরুষদের রাতের ঘুম কাড়েন ‛মৌ বৌদি’। একসময় তাঁর শর্ট হাইট দেখে অনেকেই ভেবেছিলেন যে, তিনি এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবেন না।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

কিন্তু যত দিন এগিয়েছে ততই তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছেন দর্শকরা। ১৯৯৭ সালে সিরিয়াল (Serial) দিয়ে প্রথম অভিনয় জগতে পা রাখেন মনামী। তার প্রথম সিরিয়াল ছিল ‛সাতকাহন’। তারপর একেরপর এক সিনেমা, সিরিয়াল, ওয়েবসিরিজ দিয়ে মনজয় করে নিয়েছেন সকলের। বর্তমানে তার কেরিয়ার গ্রাফ উর্ধমুখী। অভিনয় তো রয়েছেই তার পাশাপাশি নাচের মঞ্চে বিচারকের আসন সামলাতেও দেখা গেছে তাকে।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন কয়েকটি ছবি। যেখানে তার পরনে রয়েছে রঙিন বিকিনি ও কালো রঙের শর্টস্কার্ট। পনিটেল করে বাধা চুল। নো মেকআপ সহ কালারিং সানগ্লাসে একেরপর এক পোজে ছবি তুলেছেন অভিনেত্রী। ছবি শেয়ার করে মনামী ক্যাপশনে লিখেছেন যে, ‛যখন এটা হয় বসন্ত কাল’। সঙ্গে একটি নৌকোর ইমোজিও দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛লাভলী’। কেউ লিখেছেন ‛গর্জিয়াস’। আবার কেউ হার্ট ও আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট বক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) মনামীর এই হট লুকের ছবি। আগামী দিনে তাকে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) ছবি ‛পদাতিক’-এ গীতা সেনের (Gita Sen) চরিত্রে দেখা যাবে তাকে।