EntertainmentVideoViral Video

পরনে ট্রাউজার ক্রপ টপ, কলকাতা এয়ারপোর্টে ‘Tapa Tini’ গানে এয়ারহোস্টেসদের সঙ্গে তুমুল নাচ মনামীর, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

Monami Ghosh Dance With Air Hostesses in Tapa Tini Song এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং গানের মধ্যে একটি হলো টাপা টিনি (Tapa Tini)। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্য এবং উপালি চট্টোপাধ্যায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশুরু’ (Belashuru) সিনেমার গান এটি। আগামী ২০মে এই সিনেমাটির শুভমুক্তি হতে চলেছে সিনেমাহলে। আর তার জন্যই জোরকদমে চলছে ছবির প্রোমোশন।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

সম্প্রতি বোলপুর শান্তিনিকেতনে মনামী, ইমন ছবির প্রমুখ শিল্পীরা এই ছবির প্রোমোশন করে এসেছেন। আরও বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে চলছে ‘বেলাশুরু’র প্রোমোশন। এবার ছবির প্রোমোশনের জন্য একেবারে অভিনব পদ্ধতি অনুসরণ করলেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। তিনি পৌঁছে গিয়েছেন কলকাতা বিমানবন্দরে। সেখানে টাপা টিনি গানে নাচ করতে দেখা গেল। আর সবথেকে বড়ো চমক কি জানেন?

পরনে ট্রাউজার ক্রপ টপ, কলকাতা এয়ারপোর্টে ‘Tapa Tini’ গানে এয়ারহোস্টেসদের সঙ্গে তুমুল নাচ মনামীর, ভাইরাল ভিডিও

মনামী একা নয়, অভিনেত্রীর সঙ্গে স্পাইস জেট এয়ার লাইনসের সমস্ত এয়ার হোস্টেসদেরও নাচ করতে দেখা গেল ‘টাপা টিনি’ গানে। সমস্ত বিমান সেবিকার পরনে ছিল লাল-কালো রঙের ওয়ান পিস (ইউনিফর্ম) ও গলায় আই কার্ড। আর এদিন মনামীর পরনে ছিল ট্রাউজার ও ফুলস্লিভ ক্রপ টপ। চুল টেনে খোঁপা করেছিলেন অভিনেত্রী। না, গানের সঙ্গে সাজের কোনো মিল নেই। তবে, অবশ্যই এটি একেবারে নতুন স্বাদের একটি নৃত্য পরিবেশন।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

মনামী একা যে অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নাচ করেন, একথা তো কারোরই অজানা নয়। অনুরাগীরাও একপ্রকার অপেক্ষায় থাকেন কবে অভিনেত্রী নতুন নাচের ভিডিও আপলোড করবেন দেখার জন্য। তার এই অভিনব নাচের ভিডিওটি দেখে কিন্তু প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। আর অবশ্যই তার রূপের প্রশংসা তো করেছেই। অভিনেত্রীর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে যেখানে তিনি নাচের ভিডিও ও ব্লগ ভিডিও শেয়ার করে থাকেন। সিরিয়াল-সিনেমায় অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীকে ডান্স রিয়েলিটি শোয়ের মঞ্চেও বিচারকের আসনে দেখা গিয়েছে।