EntertainmentVideoViral Video

Monami Ghosh: নাচ মেরি রানী, নোরার গানে উদ্দাম নেচে ঝড় তুললেন ‘হট বম্ব’ মনামী, ব্যাপক ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

Monami Ghosh Dance ‛নাচ মেরি রানী’ গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী মনামী ঘোষ। তার নাচ নিয়ে নতুন করে বলার কিছু নেই। অসাধারণ ডান্সের স্টেপে বরাবরই মন ছুঁয়েছে ভক্তদের। আর এবার নোরার ফাতেহির নাচকে টেক্কা দিলেন এই বঙ্গ তনয়া। বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় প্রথম সারির নায়িকা হলেন মনামি ঘোষ। তাঁর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই।

Monami Ghosh: নাচ মেরি রানী, নোরার গানে উদ্দাম নেচে ঝড় তুললেন ‘হট বম্ব' মনামী, ব্যাপক ভাইরাল ভিডিও

অভিনয়ের পাশাপাশি নাচ, ফ্যাশান সেন্স থেকে শুরু করে মারকাটারি ফিগারে কুপোকাত করেন ভক্তদের। কখনও উন্মুক্ত বক্ষ বিভাজিকায় আবার কখনও কোমরের কার্ভসে পুরুষদের রাতের ঘুম কাড়েন ‛মৌ বৌদি’। একসময় তাঁর শর্ট হাইট দেখে অনেকেই ভেবেছিলেন যে, তিনি এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবেন না। কিন্তু যত দিন এগিয়েছে ততই তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছেন দর্শকরা। নিজের ইউটিউব চ্যানেলেই এই নাচের ভিডিও (Dance Video) শেয়ার করেছেন অভিনেত্রী।

Monami Ghosh: নাচ মেরি রানী, নোরার গানে উদ্দাম নেচে ঝড় তুললেন ‘হট বম্ব' মনামী, ব্যাপক ভাইরাল ভিডিও

একেবারে নোরার পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের পোশাক পড়েছেন মনামী। আর তারপরই হুকস্টেপে কোমর দুলিয়ে রীতিমতো ঝড় তুলেছেন। তবে, নাচতে নাচতেই সটান জ্যাকেট খুলে নোরার মুভমেন্ট রীতিমতো উষ্ণতার পারদ চরিয়েছে নেট মাধ্যমে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে সিনেমা দিয়ে প্রথম অভিনয় জগতে পা রাখেন মনামী (Monami Ghosh)। তাঁর অভিনীত সিনেমা গুলির মধ্যে ‛কালোচিতা’, ‛বনভুমি’, ‛বক্স নং ১৩১৩’ বেশ জনপ্রিয়। এছাড়াও একের পর ধারাবাহিক তো রয়েছেই। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী যতদিন যাচ্ছে ততই নিজের রূপের আগুনে মাত দিচ্ছে সকলকে। তাঁর সৌন্দর্য্যে রীতিমতো হার মানায় বলিউড অভিনেত্রীদের। সম্প্রতি মনামীর কোমরের মুভসে ঘুম উড়েছে নেটিজেনদের। তার এই নাচের ভিডিও আবার নতুন করে ভাইরাল (Viral) হয়েছে।