Monami Ghosh Bikini Look: কে বলবে বয়স ৪০ ছুঁইছুঁই, মনামীর এই ছবিগুলি দেখে পাগল ভক্তরা

Monami Ghosh Bikini Look: আজও তিনি ‛সিঙ্গলহুড’ জমিয়ে উপভোগ করছেন। দীর্ঘ দু-দশক পরেও তিনি ছাদনাতলার আশেপাশে ঘেঁসেননি। তবে, বয়স তার ৪০ ছুঁইছুঁই। কার কথা বলছি বলুন তো দেখি? তিনি হলেন টলিপাড়ার (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। টেলিভিশনের (Television) হাত ধরেই তার যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে ছোট পর্দা ও বড়পর্দা দু-জায়গাতেই তিনি সমানভাবে কাজ করে চলেছেন।
বলতে গেলে তিনি এখনও টালিগঞ্জের ‛চিরনতুন’ তারকা। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। কিন্তু তার বয়স যেন আজও থমকে আছে। কাজের মধ্যেই তিনি মাঝে মধ্যেই ঘুরতে চলে যান। আর সেখান থেকে নিত্যনতুন ছবি পোস্ট করে নজর কাড়েন ভক্তদের। আজ আপনাদের সঙ্গে মনামীর কিছু লুক শেয়ার করবো যা দেখে আপনারও রাতের ঘুম উড়ে যাবে। মনামীর (Monami Ghosh) পেলেব শরীরে যেকোনো ধরনের পোশাকই বেশ মানায়।
কিন্তু তারপরেও তার বিকিনি লুক অন্যমাত্রায় উষ্ণতার পারদ চড়ায়। চলুন তবে দেখে নেওয়া যাক লুকগুলি।
View this post on Instagram
- চলতি বছর জন্মদিনের আগে ব্যাংককে উড়ে গিয়েছিলেন মনামী। আর সেখানেই একেরপর এক পোজে ধরা দিয়েছিলেন। আর তারই মধ্যেই একবার তাকে কেক হাতে কালো বিকিনিতে দেখা গিয়েছিল। আর সেই লুক আজও দর্শকদের মনে গেঁথে আছে।
View this post on Instagram
- সমুদ্রের নোনা জলে মজা নিতে একেরপর এক বিকিনি লুকে ধরা দিয়েছিলেন মনামী। আর তারমধ্যে একটি হল নীল রঙের বিকিনি। যার উপর পড়েছিলেন ক্রোশেটের বিচ টপ।
View this post on Instagram
- নীল ও গ্রীন কালারের কম্বিনেশনে মনামীর বিকিনি লুক কোনো স্বপ্নসুন্দরীর চেয়ে কম নয়। তার প্রতিটি শরীরের খাঁজ আকর্ষণীয়।
View this post on Instagram
- পরণে সাদা রঙের স্নান পোশাক ও চোখে সানগ্লাস। সবমিলিয়ে একেবারে মোহময়ী লুক মনামীর।
View this post on Instagram
- কালারফুল বিকিনিতে একেবারে মৎস্যকন্যা মনামী। তার অপরূপ পেলেব শরীর দেখে তার নেশায় বুঁদ হতে পারেন আপনিও।
তাহলে দেখলেন মনামীর এই পাঁচটি অপরূপ লুক। আপনার কোনটি পছন্দ বলুন তো?