কালো বিকিনিতে উথলে পড়ছে ভরা যৌবন, ‘হট বম্ব’ মোনালিসার ছবি দেখে আপনার বুকে ঝড় উঠেছে নেটিজেনদের

ভোজপুরি কুইন মোনালিসা (Monalisa) দর্শকদের জন্য নিত্য নতুন ফটো কিংবা ভিডিও নিয়ে হাজির হন। কয়েক দিন আগেই ৯০-র দশকের গানে জমিয়ে নেচে ভাইরাল হয়েছিলেন নায়িকা। ভোজপুরি সিনেমার নাম নিলেই হটবম্ব অভিনেত্রী মোনালিসার কথা প্রথমেই আসবে। সেই কারণেই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে দর্শকদের জানার শেষ নেই। এবার মোনালিসার দুর্দান্ত একটি বোল্ড বিকিনি ফটো ভাইরাল হয়েছে তার ইনস্টাগ্রামের মধ্যে দিয়ে।
View this post on Instagram
ছবিতে দেখা গেল নায়িকা কালো রঙের বিকিনি ও উপরে লাল রঙের প্রিন্টেড একটি শ্রাগ পরে বাথটবে শুয়ে আছেন। সম্পূর্ণ ছুটির মুডে আছে নায়িকা তা দেখেই বোঝা সম্ভব হচ্ছে। ফটোটা এমনভাবে তোলা হয়েছে যেখানে মোনালিসা টবের মধ্যে শুয়ে আছে তবে সামনের দিকে তাকিয়ে। তার বক্ষ বিভাজকা সম্পূর্ণ স্পষ্ট। যেন মোনালিসার যৌবন কিছু বলতে চাইছে।
View this post on Instagram
এরমধ্যেই ৫৩ হাজারের বেশি মানুষের লাইক এসেছে। আর নেটিজেনরা যা কমেন্ট করেছে তা সত্যি অসাধারণ। কেউ লিখেছে -‘সেক্সি মোনা’ আবার কেউ লিখেছে -‘আগুন ঝরিয়ে দিলে এক ফটোতেই’। রবিবার নায়িকা যে কতটা অলস থাকে তা ব্যক্ত করেছেন এই ফটোর মধ্যে দিয়ে। বর্তমানে ৫.১ মিলিয়ন ফলোয়ার্স আছে তার ইনস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়ায় বেশ বিরাট পরিবার তৈরী করেছেন হট অভিনেত্রী। তাই সময় করে তার বিকিনি ফটো কিংবা দুর্দান্ত নাচের রিল ভিডিও একবার দেখে আসতেই পারেন আপনি।