দুধ সাদা পোশাকে সাহসীকতার সীমা ছাড়িয়েছেন মোনালিসা, ঝুমা বৌদির রূপে ফিদা সাইবারবাসী

ভ্যালেন্টাইন্স উইকের দ্বিতীয় দিনে হট লুকে পুরুষ ভক্তদের ঘাম ঝরালেন মোনালিসা (Monalisa)। যদিও তার ভালো নাম অন্তরা বিশ্বাস। ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেত্রী মাঝে মধ্যেই কোনো না কারণে উঠে আসেন সংবাদের শিরোনামে। ভোজপুরী ছাড়াও বাংলায় ‛দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজ দিয়ে তিনি পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। ওয়েব সিরিজ শেষ হয়েছে অনেকদিন হলেও মোনালিসা কিন্তু রয়ে গিয়েছেন সকলের মনে।
View this post on Instagram
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ অভিনেত্রী। মাঝে মধ্যে নজরকাড়া লুকে ঘুম কাড়েন পুরুষ ভক্তদের। ৪০ বছর বয়সী এই অভিনেত্রী যতদিন যাচ্ছে ততই তাঁর রূপে মুগ্ধ করছেন ভক্তদের। বরাবরই লাস্যময়ী ভঙ্গিতে শরীরী উন্মাদনায় ধরা দেন মোনালিসা। আর তাইতো তাকে দেখতে সারাদিনই সোশ্যাল মিডিয়ায় ভিড় উপচে পরে। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেছেন।
View this post on Instagram
যেখানে তাকে দুধ সাদা রঙের ডিপ নেক থাই স্লিট ওয়ানপিসে দেখা যাচ্ছে। খোলা চুল সহ মানানসই মেকআপ ও নিউড লিপস্টিকে ধরা দিয়েছেন অভিনেত্রী। পোশাকের মধ্যে থেকে সুস্পষ্ট বক্ষ বিভাজিকা। ছবি শেয়ার করে মোনালিসা ক্যাপশনে লিখেছেন যে, ‛হ্যাপি প্রপোজ ডে’। বয়স যেন কেবল একটা সংখ্যামাত্র তা বারেবারেই প্রমান করেছেন মোনালিসা। আর এবারেও তার ব্যতিক্রম হয়নি।
View this post on Instagram
ছবি প্রকাশ্যে আসতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛তোমায় কতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না’। আবার কেউ লিখেছেন ‛তোমায় দেখেই হারিয়ে যেতে ইচ্ছে করে’। কেউ তো আবার সরাসরি প্রপোজ করে বসেছেন অভিনেত্রীকে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল মোনালিসার এই ছবি।