Entertainment

প্রিন্টেড বিকিনিতে ‘Super Hot’ মোনালিসা, অভিনেত্রীর এই ছবি দেখে ঘুমোতে পারছে না পুরুষ ভক্তরা

পরণে প্রিন্টেড বিকিনি! সুইমিং পুলের পাশে একেরপর এক হট পোজে নজরকাড়া লুকে ধরা দিলেন মোনালিসা। হট লুকে ঠাকুরপোদের রাতের ঘুম কাড়লেন ঝুমা বৌদি। ‛হইচই’- এর ‛দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজের ‛ঝুমা বৌদি’ নামেই সে বেশি পরিচিত দর্শক মহলে। যার ভালো নাম অন্তরা বিশ্বাস। যদিও তাকে সবাই মোনালিসা (Monalisa) বলেই চেনেন। তাকে নিয়ে নেটিজেনদের ক্রেজ কোনো কালেই কম ছিলনা। যতদিন যাচ্ছে ততই যেন বেড়ে চলেছে দ্বিগুন গতিতে।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

বর্তমানে তার জনপ্রিয়তা একেবারে আকাশ ছোঁয়া। মাঝে মধ্যেই ধরা দেন নিত্যনতুন হট লুকে। আর যা দেখে পুরুষ ভক্তদের মনে চড়ে উষ্ণতার পারদ।কখনও ভারতীয় পোশাকে আবার কখনও পশ্চিমি পোশাকে ছবি শেয়ার করেন। বলা ভালো সব ধরণের পোশাকেই সমানভাবে সাবলীন অভিনেত্রী। প্রতিটি লুকেই তাকে অসাধারণ লাগে। ৪০ বছর বয়সী এই অভিনেত্রী যতদিন যাচ্ছে ততই তাঁর রূপে মুগ্ধ করছেন ভক্তদের।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

বরাবরই লাস্যময়ী ভঙ্গিতে শরীরী উন্মাদনায় ধরা দেন মোনালিসা (Monalisa)। আর তাইতো তাকে দেখতে সারাদিনই সোশ্যাল মিডিয়ায় ভিড় উপচে পরে। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে বিকিনি পরা অবস্থায় দেখা যাচ্ছে। পুলের পাশে কখনও বসে আবার কখনও হাফ শুয়ে একেরপর এক পোজে ধরা দিয়েছেন নায়িকা। উন্মুক্ত নাভি ও বক্ষভাঁজে মোনালিসাকে দেখে কুপোকাত হয়েছেন সকলেই।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

ছবি শেয়ার করে মোনালিসা ক্যাপশনে লিখেছেন যে, ‛ছুটির দিনের ভাইবস’। যথারীতি মোনালিসার এই ছবি ভাইরাল হতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛সেক্সী’। কেউ আবার লিখেছেন ‛হট’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল মোনালিসার (Monalisa) এই হট লুকের ছবি।