×
Entertainment

Monalisa: পিঠ খোলা পোশাকে উথলে পড়ছে ভরা যৌবন, ‘ঝুমা বৌদি’ মোনালিসার রূপের আগুনে কুপোকাত পুরুষ ভক্তরা

ভোজপুরি কুইন মোনালিসা (Monalisa) এখন আয়েদিন ভাইরাল হয়ে ওঠেন। ভোজপুরি সিনেমার নাম নিলেই হটবম্ব অভিনেত্রী মোনালিসার কথা প্রথমেই আসবে। তার অভিনয়, ফ্যাশন, হট ফিগার সব কিছুই লক্ষ্য রাখেন নেটিজেনরা। সেই কারণেই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে দর্শকদের জানার শেষ নেই। সম্প্রতি মোনালিসার দুর্দান্ত কয়েকটি ফটো সামনে এসেছে হয়েছে। যা মুহূর্তের মধ্যে হয়ে উঠেছে নেটনাগরিকদের কাছে ভাইরাল (Viral)।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

একদিন আগেই খোলামেলা পোশাকে ফটো পোস্ট করেছেন নায়িকা। যেখানে তাকে দেখা গেল ডিপনেক ও ব্যাকলেস বেবি পিঙ্ক রঙের টপে। তার সাথেই নায়িকা পরেছেন একটি ডেনিম। টপের কারণে মোনালিসার ক্লিভেজ স্পষ্ট। একসাথে নায়িকা নয়টি ফটো আপলোড দিয়েছেন। কোনো ফটোতে ক্যামেরার দিকে আবার কোনোটায় চেয়ারে বসে আনমনা অবস্থায় তাকিয়ে আছেন।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

কোনো ফটোতে দুটি হাত তুলে নিজের খোলা চুল ধরে আছেন। আবার কোনোটায় পিছন ঘুরে ব্যাকড্রপ পোজ দিয়েছেন মোনালিসা। যা অনায়েসেই নেটিজেনদের মধ্যে উষ্ণতা বাড়াবে। তাকে দেখলে যেনো মনে হবে বয়স প্রতিনিয়ত কমছে মোনালিসার। শুধু তাই নয় ন্যুড মেকআপ, সম্পূর্ণ খুলে রাখা চুল ও গলায় হালকা একটা নেকপিস বেশ দারুন মানিয়েছে। নায়িকা নিজেকে নিয়ে বেশ ভালোই মেতে আছেন এই ফটো থেকেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

১ দিনের মধ্যেই ১ লক্ষ ৪০ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছে তার এই ফটো গুলিতে। আর নেটিজেনরা যা কমেন্ট করেছে তা সত্যি অসাধারণ। কেউ লিখেছে -‘সেক্সি মোনালিসা’ আবার কেউ লিখেছে -‘তুমি ও তোমার রূপ যেন প্রতিদিন সুন্দর হয়ে যাচ্ছে’। তৃতীয় জন লিখেছেন -‘একটা আগুনের গোলা’। বর্তমানে ৫.১ মিলিয়ন ফলোয়ার্স আছে তার ইনস্টাগ্রামে। বেশ বিরাট পরিবার তৈরী করেছে হট অভিনেত্রী। সেখানে তার বিকিনি ফটো কিংবা ওয়েস্টার্ন ড্রেসের ফটোশুট সব কিছুই বর্তমান। তবে তার অনুরাগীরা বর্তমানে দিন গুনছেন কবে তার নতুন সিনেমা রিলিজ হবে।