বেডরুম থেকে নিজের হট ছবি শেয়ার করলেন ‘ঝুমা বৌদি’ মোনালিসা, দেখে ঘুম উড়েছে ঠাকুরপোদের

ভোজপুরি অভিনেত্রী মোনালিসা (Monalisa) এখন আয়েদিন ভাইরাল হয়ে ওঠেন। ভোজপুরি সিনেমার নাম নিলেই হট অভিনেত্রী মোনালিসার নাম প্রথম সারিতেই উঠে আসে। বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন তিনি। তার অভিনয়, ফ্যাশন, হট ফিগার সব কিছুই লক্ষ্য রাখেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াতেও এক সে এক হট ফটো দিয়ে নেটিজেনদের কাবু করে দেন অভিনেত্রী। সম্প্রতি মোনালিসার দুর্দান্ত একটি ফটো সামনে এসেছে যা মুহূর্তের মধ্যে হয়ে উঠেছে নেটনাগরিকদের কাছে ভাইরাল (Viral)।
View this post on Instagram
যেখানে তাকে দেখা গেল কমলা ও নীল রঙের ব্রালেটে ও কমলা রঙের শর্ট স্কার্টে। তার স্কার্ট এতই ছোট যে কারণে তার সুঠাম পা দুটি দেখা গেছে। সাথেই টপের কারণে মোনালিসার ক্লিভেজ সম্পূর্ণ স্পষ্ট। নায়িকা বিছানার উপরে পা দুটি তুলে পোজ দিয়েছেন। তার উষ্ণতায় মাখা মেদ ঝরা শরীরের আগুনে যেন পুড়ে ছারখার হয়ে গেছে সকলে।
View this post on Instagram
ন্যুড মেকআপ, চুলের স্টাইল যদিও বোঝা যায়নি ফটোতে। লাল লিপস্টিক, বড়ো কানের দুল দুর্দান্ত লাস্যময়ী হয়ে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে মোনালিসা লিখেছেন -‘ছায়া প্রমাণ করছে রোদ’। সেখান থেকেই বোঝা যাচ্ছে নায়িকা নিজেকে নিয়ে বেশ ভালোই মেতে আছেন। ইতিমধ্যেই ৫৭ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছে তার এই ফটোতে।
View this post on Instagram
নেটিজেনরা যা কমেন্ট করেছে তা সত্যি অসাধারণ। কেউ লিখেছে -‘সেক্সি সানসাইন’ আবার কেউ লিখেছেন -‘তুমি ও তোমার রূপ যেন প্রতিদিন সুন্দর হয়ে যাচ্ছে’। বর্তমানে ৫.২ মিলিয়ন ফলোয়ার্স আছে তার ইনস্টাগ্রামে। বেশ বিরাট পরিবার তৈরী করেছে হট অভিনেত্রী। সেখানে তার বিকিনি ফটো কিংবা ওয়েস্টার্ন ড্রেসের ফটোশুট সব কিছুই বর্তমান। তাই একবার সময় করে দেখে আসতেই পারেন মোনালিসার মন ভোলানো রূপের বাহার।