পোশাকের ফাঁকে উন্মুক্ত বক্ষ বিভাজিকা! হট লুকে অনুগামীদের নজর কাড়লেন মোনালিসা, ভাইরাল ছবি

ভোজপুরি অভিনেত্রী মোনালিসা সোশ্যাল মিডিয়াতে সবসময় চর্চায় থাকেন। ইনস্টাগ্রামে হামেশাই ব্যক্তিগত জীবনকে সম্পূর্ণ মেলে ধরেন অভিনেত্রী। তাঁর ফটো হোক কিংবা ভিডিও আপলোড মানেই হিট হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই ভোজপুরি কুইন মোনালিসা (Monalisa) দর্শকদের মাঝে খুবই জনপ্রিয়। আবারো একবার কার্যত কুইন লুকে মোনালিসার নতুন ফটোশুট ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে।
View this post on Instagram
ফটোতে দেখা যাচ্ছে লাল রঙে এমব্রয়েড করা লং লেহেঙ্গা ও গোল্ডেন রঙের চলি পরেছেন। সাথেই মানানসয়ী একটি শ্রগ পরেছেন মোনালিসা। ফটোতে তার বক্ষ বিভাজকা ও পেটের অনেকটা অংশ দেখা যাচ্ছে। তাঁর উষ্ণতায় পূর্ণ এক্সপ্রেশন আগুন ঝরাতে বাধ্য। দেখে মনে হচ্ছে মোনালিসার যৌবন যেন হাতছানি দিয়ে কিছু বলতে চাইছে সকলকে।
View this post on Instagram
ক্যাপশনে মোনালিসা লিখেছেন -‘ ফ্যাশন হলো এমন একটা জিনিস যা স্বপ্ন দেখে, আর বাকি সবাইকে স্বপ্ন দেখায়।’ এখনও পর্যন্ত ৫০ হাজারের কাছাকাছি লাইক ও প্রচুর কমেন্ট এসেছে। শুধু তাঁর এই রাজকীয় পোশাক নয় চোকড নেক পিস, গাঢ় লাল লিপস্টিক, আঙুলে আংটি দেখতে পাওয়া গেছে। সাথেই প্রতিটি ফটোতে বিভিন্ন পোজ আপনার ভালো লাগবেই।
View this post on Instagram
বর্তমানে ৫.৪ মিলিয়ন ফলোয়ার্স আছে তার ইনস্টাগ্রামে (Instagram)। ৪০ বছরের এই নায়িকা একজন বঙ্গতনয়া। হিন্দির পাশাপাশি ভোজপুরি সিনেমাতেই তিনি সবথেকে বেশি অভিনয় করেছেন। ‘বিগ বস ১০’, ‘নাচবালিয়ে ৮’ মতো রিয়ালিটি শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি। ২০১৮ সালে ‘দুপুর ঠাকুরপো’ দ্বিতীয় সিজনে লাস্যময়ী ‘ঝুমা বৌদির’ চরিত্রে দেখা যায় তাঁকে।