EntertainmentVideoViral Video

ফুলশয্যার রাতে মোনালিসার সঙ্গে বন্ধ ঘরে ভরপুর রোমান্স পবন সিংয়ের, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

‛Pala Satake’ গানে চরম রোম্যান্সে মাতলেন পবন সিং (Pawan Singh) ও মোনালিসা (Monalisa)। মুহূর্তে ভাইরাল ভিডিও। ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও অভিনেতা হলেন মোনালিসা ও পবন সিং। তাদের জনপ্রিয়তা নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। শুধুমাত্র চলচ্চিত্রেই নয় টিভি ইন্ডাস্ট্রিতেও মোনালিসা বেশ ভালোভাবেই নিজের পরিচিতি তৈরি করে নিয়েছে। পাশাপাশি মাঝেমধ্যেই মোনালিসার ছবি ও ভিডিও ভাইরাল হয় নেটমাধ্যমে।

বর্তমান সময়ে দাঁড়িয়ে ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বেশি। বলা চলে বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকেও। আর তাইতো এই ইন্ডাস্ট্রিও বিশ্বের দরবারে সমাদৃত হচ্ছে। বেশিরভাগ মানুষই এখন হৈ হুল্লোড় পছন্দ করেন। ভোজপুরী গানগুলির মধ্যে সেটি পুরোদস্তুর রয়েছে।

আজকালকার যুগে সকলেই বিনোদন প্রিয়। খেতে, শুতে, হাঁটতে সকলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক্টিভ। আর তাইতো যেকোনো ভিডিওই নিমেষেই ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে। সম্প্রতি তেমনই মোনালিসা (Monalisa) ও পবন সিংয়ের (Pawan Singh) রোম্যান্টিক নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দুজনকে বাসর ঘরে দেখা গিয়েছে। নতুন কনের বেশে ধরা দিয়েছে মোনালিসা।

তার পরণে রয়েছে লাল রঙের শাড়ি, গা-ভর্তি গয়না। আর পবনের পরণে রয়েছে লাল রঙের পোশাক। ঘরের মধ্যেই তাদেরকে চরম রোম্যান্সে মাততে দেখা গিয়েছে। মোনালিসার কোমরের কার্ভসে ও বুকের খাঁজে পাগল হয়েছেন ভক্তরা। এই ভিডিওর মধ্যে পুরোপুরি ভাবে উঠে এসেছে বাসর রাতে এক বর-বউয়ের অন্তরঙ্গ মুহূর্ত। ‛Wave Music‘ নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে।

৬ বছর আগের পুরোনো ভিডিওটি ২কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন। পছন্দ করেছেন প্রায় ৭৭ হাজার মানুষ। এমনকি বহু মানুষ আবার কমেন্টও করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) এই ভিডিও (Video)।