Bhojpuri Dance Video: সেক্সিয়েস্ট মোনালিসাকে চুমুতে ভরালেন নিরাহুয়া, রোমান্স দেখে ঘাম ছুটেছে দর্শকদের

ভোজপুরি সিনেমা ও তার গান এখন সবসময়ই দর্শকদের মন কেড়ে নেয়। আর সিনেমার নায়ক যদি হয় নিরহুয়া অর্থাৎ দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) তাহলে দর্শকদের হাউস ফুল হতে ঠেকানো দায়। নায়িকাদেরও দুর্দান্ত সঙ্গত থাকে নিরহুয়ার সাথে। যেমন নিরাহুয়ার সাথে এবার দেখা গেল হটবম্ব অভিনেত্রী মোনালিসা (Monalisa) -কে। এবার এই জুটির দুর্দান্ত একটি রোমান্স মাখো মাখো গানের ভিডিও ভাইরাল (Viral) হয়ে উঠেছে।
গানের নাম ‘Ye Ho Piya Garva Lagaav Na’। গানের শুরুতেই মোনালিসা উপস্থিত হলেন সবুজ শাড়ি ও স্লীভলেস পোশাকে। আর নিরাহুয়াকে দেখা গেল স্যান্ডো গেঞ্জি ও লাল প্যান্ট পরে। কোনো সময় মোনালিসা তো কখনো নিরহুয়া চুমু খাচ্ছে দুজন দুজনের শরীরে। একসময় তো ঠোঁটে ঠোঁট রেখে চুমু ও খেলেন দুজনে। তাঁদের এমন রোমান্টিক গানের ভিডিও এর আগে দেখা যায়নি।
‘T-Series Hamaar Bhojpuri’ নামের চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল বেশ কিছু বছর আগে। এখনো পর্যন্ত ৪ কোটির বেশি মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সবাই মোনালিসার যৌবনের তারিফ করেছে। তার উন্মুক্ত পেট ও নাভি দেখে যেন রাতের ঘুম উড়েছে সবার। এবার দেখুন আপনারাও সেই ভিডিও আর উপভোগ করুন।