EntertainmentVideoViral Video

Bhojpuri Video : বন্ধ ঘরে হটেস্ট মোনালিসার সাথে উষ্ণ রোমান্স পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভোজপুরি ভিডিও

Advertisement
Advertisements

মোনালিসা (Monalisa) ও পবন সিংয়ের (Pawan Singh) উষ্ণ রোম্যান্টিক গানে ঘুম উড়লো নেটপাড়ার। মুহূর্তে ভাইরাল ভিডিও (Video)। আজকালকার দিনে ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা বাড়ছে তরতরিয়ে। বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রিগুলোকেও।

Bhojpuri Video : বন্ধ ঘরে হটেস্ট মোনালিসার সাথে উষ্ণ রোমান্স পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভোজপুরি ভিডিও

আজকালকার যুগে সকলেই বিনোদন প্রিয়। খেতে, শুতে, হাঁটতে, ঘুরে সকলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক্টিভ। আর তাইতো যেকোনো ভিডিওই নিমেষেই ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে। সম্প্রতি তেমনই মোনালিসা (Monalisa) ও পবন সিংয়ের (Pawan Singh) রোম্যান্সে রীতিমতো ঘুম উড়লো নেটপাড়ার। ভোজপুরী ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মোনালিসা। ভোজপুরী সিনেমা ‛কাহা যাইবা রাজা নজরিয়া লড়াইকে’ দিয়ে প্রথম পা রাখেন অভিনয় জগতে।

Bhojpuri Video : বন্ধ ঘরে হটেস্ট মোনালিসার সাথে উষ্ণ রোমান্স পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভোজপুরি ভিডিও

এই সিনেমায় তার অভিনয় সহ সৌন্দর্য্যে দুটোই নজর কেড়েছিল সকলের। শুধু ভোজপুরী নয় হিন্দি ও বাংলা দুই জায়গাতেই তিনি কাজ করেছেন। আর পেয়েছেন সাফল্য। বর্তমানে তাকে সবাই ‛হইচই’- র ‛দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজের ‛ঝুমা বৌদি’ নামেই বেশি চেনেন। তবে, সম্প্রতি ‛Saiyan Ji Dilwa Mangelein‘ ভোজপুরী সিনেমার একটি ভিডিও (Video) ক্লিপ নেটমাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে।

যেখানে মোনালিসা (Monalisa) ও পবন সিংকে (Pawan Singh) ‛Muaai Dihala Rajaji‘ গানে চরম রোম্যান্স-এ মাততে দেখা গেছে। ভিডিওতে (Video) একাধিক বোল্ড (Bold) দৃশ্যে নজর কেড়েছে দুজনেই। ‛T-Series Hamaar Bhojpuri‘ নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ৪৯ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৫১ হাজার মানুষ। আট বছর আগেই পুরোনো এই ভিডিও (Video) ফের একবার নতুন করে ভাইরাল (Viral) হয়েছে।