প্রকাশ্যে দিবালোকে হটেস্ট মোনালিসার সাথে উদ্দাম রোমান্স পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভোজপুরি ভিডিও

ভোজপুরি সিনেমা জগতে আপনি কতটা নজরে রাখেন? তাহলে ভোজপুরি অভিনেত্রী মোনালিসা (Monalisa) -কে নিশ্চয়ই চেনেন। দীর্ঘদিন যাবৎ তিনি ভোজপুরি, হিন্দি, বাংলা সহ বিভিন্ন ভাষায় অভিনয় করে যাচ্ছেন। সাথেই তার সাথে বহু সিনেমায় দেখা গেছে অভিনেতা পবন সিং (Pawan Singh) -কে। ঠিকই ধরেছেন এই জুটির দুর্দান্ত উষ্ণতায় পরিপূর্ণ একটি গান সম্প্রতি ভাইরাল (Viral) হয়েছে।
সিনেমার নাম ‘সাইয়া জি দিলওয়া মাঙ্গেলেইন‘ (Saiyaan Ji Dilwa Mangelein)। গানের নাম ‘গদিয়া মে হুমরা কে উঠালিন‘ (Godiya Mein Humra Ke Uthalin)। গানের মধ্যে দুজকের মাখো মাখো রোমান্স কার্যত সব কিছুর উর্দ্ধে। ভিডিওর শুরুতেই খোলা পরিবেশে উপস্থিত মোনালিসা ও পবন সিং। দুজনেই নাচ ও গানে মত্ত হয়ে উঠেছেন। শাড়ি ও ব্লাউজে কার্যত মোনালিসাকে লাগছিলো দুর্দান্ত।
ভিডিওর মধ্যে একাধিকবার মোনালিসার পেট ও কোমর দেখা গেছে। দুজনেই বেশ গভীর চুম্বনে নিযুক্ত হয়েছিলেন। নায়িকা লাস্যময়ী এক্সপ্রেশন দেখে নিজেকে সামলানো দায় হয়ে উঠবে। ভাইরাল (Viral) এই গানটি গেয়েছিলেন কল্পনা (Kalpana) ও পবন সিং নিজে। ‘T-series Hamar Bhojpuri’ নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল গানটি।
যদিও ভিডিওর বয়স গড়িয়েছে ৮ বছর। এখনও পর্যন্ত ১৯ লক্ষ মানুষ দেখে নিয়েছেন সেই ভিডিও। সাথেই মোনালিসার উদ্দেশ্যে সকলেই প্রশংসার ঝড় তুলেছেন। এমন দেশি রোমান্স দেখতে ভালোই লাগে দর্শকদের সেই উদ্দেশ্যেও সকলে জানিয়েছেন। পুরোনো এই ভিডিওকে যে সাধারণ মানুষেরাই জীবন্ত করে রেখেছে তা বলার দরকার হবে না।