বন্ধ ঘরে মোনালিসার সুপার হট লুকে নিয়ন্ত্রণ হারিয়ে ভরপুর রোমান্স পবন সিংয়ের, ভাইরাল ভিডিও

ভোজপুরী মানেই উদ্দাম রোমান্স ও যৌনতার ছোঁয়া। ক্যামেরার সামনে যদি থাকেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা (Monalisa) তাহলে আর কোনো কথাই নেই। দীর্ঘদিন যাবৎ তিনি ভোজপুরি, হিন্দি বাংলা সহ বিভিন্ন ভাষায় অভিনয় করে যাচ্ছেন। তবে মোনালিসা একা নন তার সঙ্গী বলা চলে অভিনেতা পবন সিং (Pawan Singh) -কে। এই দুজনের জুটি খুবই বিখ্যাত। এবারও কিন্তু এই জুটির দুর্দান্ত রোমান্টিক গানের ভিডিও ভাইরাল (Viral) হয়েছে।
প্রথমেই আপনাদের মাথায় প্রশ্ন আসবে তাদের কি বিয়ে হয়েছে? ‘পবন রাজা’ (Pawan Raja) সিনেমায় কার্যত এমনটাই দেখা গেছে। আর তার গানের নাম ‘দিয়া গুল কারা’ (Dil Gul kara)। ভিডিওর শুরুতেই এক খাটে উপস্থিত মোনালিসা ও পবন সিং। দুজনের বিয়ে হয়ে গেছে। ফুলসজ্জার সেই চরম মুহূর্তে উপস্থিত হয়েছেন তারা। শাড়ি থেকে নায়িকার শরীরের গহনা সব কিছুই নিজে হাতে খুলে ফেললেন পবন। নায়িকা এবার এক চিলতে কাপড়ে নিজের শরীর কোনোমতে ঢেকে রেখেছে।
পবন বারংবার মোনালিসার শরীরকে করে তুলেছেন চুম্বনের সাগর। এই সিনেমায় দ্বিতীয় নায়িকাকেও দেখা গেছে। নিশ্চয়ই অবাক হলেন। এই সিনেমায় অভিনয় করেছিলেন ভোজপুরি আরেক অভিনেত্রী অক্ষরা সিং (Akshara Singh)। তিনিও কার্যত মোনালিসা ও পবনের এই মারাত্মক রোমান্স দেখে নিজেকে ভাবতে শুরু করেন। যে কারণে ফুলসজ্জার খাটেই পবন ভাগ বসায় অক্ষরার যৌবনে।
এই গানটি গেয়েছিলেন ইন্দু সোনালী (Indu Sonali) ও পবন সিং নিজে। ‘Bhojpuri Hit Songs‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি মাত্র বছরখানেক আগে আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৯ লক্ষ মানুষ দেখে নিয়েছেন সেই ভিডিও। সাথেই মোনালিসা ও অক্ষরার উদ্দেশ্যে সকলেই প্রশংসার ঝড় তুলেছেন। যদিও মোনালিসাকে ভিডিওর বেশি অংশ জুড়ে দেখা গেছে। পুরোনো এই ভিডিও দেখলে আপনারও শরীর ভিজে উঠবে ঘামে।