Bhojpuri Video : ঘরের ভিতর হটেস্ট মোনালিসার সাথে ভরপুর রোমান্স পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভিডিও

অনস্ক্রিন খুব কম সময়েই ফুলসজ্জার বিশেষ মুহুর্ত দেখানো হয়েছে। অভিনেত্রী মোনালিসা (Monalisa) ও অভিনেতা পবন সিং (Pawan Singh) -র ফুলসজ্জা কিন্তু ভাইরাল (Viral) হয়েছে। ভাবছেন এই দুজনের ফুলসজ্জা। তবে অবাক হবেন না, নিছক সিনেমার খাতিরেই হয়েছে এই সিন্। ভাবতে অবাক লাগলেও কার্যত এই ভিডিও এখন ইন্টারনেট কাঁপাচ্ছে। কার্যত বহুবছর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন দুজনেই। যে কারণে এক সে এক সিনেমা ও তার গান গুলি পুরোনো হয়ে গেলেও এখনও ভাইরাল হয়। যেমন সম্প্রতি ভোজপুরি ‘সরকার রাজ (Sarkar Raj) সিনেমার ‘পালা সাটাকে’ (Pala Satake) গান হয়ে উঠেছে চরম ভাইরাল।
শুরুতেই মোনালিসা নিজের হট এক্সপ্রেশন ব্যবহার করলেন। যার ফলে পবন সিং বেশ উত্তেজিত হয়ে উঠেছে। কার্যত একঘরে বন্ধ মোনালিসা ও পবন সিং। লাল (Red) শাড়ি ও ব্লাউজে নতুন বৌয়ের বেশ নিয়েছিল মোনালিসা। খাট থেকে ঘরের চারপাশ সাজানো হয়েছিল ফুল দিয়ে। দেখে মনেই হবে ফুলসজ্জার জন্যই এই বিশেষ সাজ। নায়িকা নিজেই যেন যৌবনের সাগরে ডোবালেন পবন সিংকে।
তবে জানেন কি, এই গানটি কিন্তু নিজেই পবন সিং গেয়েছিলেন। এক বিছানায় দুজনের এমন গরম রোমান্স দেখলে সামলাতে পারবেন না। ভিডিওর মধ্যেই পবন বেশ কয়েকবার মোনালিসার শরীরে বসিয়েছেন চুম্বন। তাদের দুজনকে খুবই অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে এই গানে। ‘Wave Music‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ৫ বছর আগে আপলোড করা হয় এই ভিডিও। এখনো পর্যন্ত ২ কোটির বেশি ভিউজ ছাড়িয়ে গেছে।
কমেন্ট বক্স ও লাইক ভরে উঠেছে মোনালিসার প্রশংসায়। তার শরীরী হিল্লোল তোলা নাচ (Dance) অনায়েসেই যে কোনো পুরুষকে কাবু করতে পারবে। অন্যদিকে পবন সিং একজন অভিনেতা (Actor) তার সাথেই গায়কও বটে। মোনালিসা বর্তমানে ভোজপুরি সিনেমায় অভিনয় না করলেও প্রচুর ফ্যান ফলোইং আছে।