EntertainmentVideoViral Video

হটবম্ব মোনালিসার শরীরী চাহুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

ভোজপুরি সিনেমা ও তার গান এখন সবসময়ই দর্শকদের মন কেড়ে নেয়। আর সিনেমার নায়ক যদি হয় নিরহুয়া অর্থাৎ দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) তাহলে আর কথা নেই। অপরদিকে ভোজপুরি অভিনেত্রীদের বিশেষ চাহিদা আছে। কারণ ভোজপুরি সিনেমা গুলি মূলত হয় রোমান্টিক। তাই লাস্যময়ী অভিনয়ে আপনার মন মাতাতে তৈরী থাকেন নায়িকারা। ঠিক তেমনই এক নায়িকা হলেন মোনালিসা (Monalisa)। যেমন নিরাহুয়ার সাথে এবার দেখা গেল হটবম্ব অভিনেত্রী মোনালিসা (Monalisa) -কে।

হটবম্ব মোনালিসার শরীরী চাহুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

এবার এই জুটির দুর্দান্ত একটি রোমান্স মাখো মাখো গানের ভিডিও ভাইরাল (Viral) হয়ে উঠেছে। গানের নাম ‘ছোয় ছোয়’ (Choy Choy)। ‘বিবি নম্বর ১’ (Biwi Number 1) সিনেমার গান ব্যাপক ভাইরাল (Viral) হয়েছিল। গানের শুরুতেই মোনালিসা উপস্থিত হলেন আকাশি রঙে ছোট পোশাকে। আর নিরাহুয়াকে দেখা গেল গেঞ্জি ও ধুতিতে। কোনো সময় মোনালিসা তো কখনো নিরহুয়া চুমু খাচ্ছে দুজন দুজনের শরীরে।

হটবম্ব মোনালিসার শরীরী চাহুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

ভিডিওতে ঠোঁটে ঠোঁট রেখে চুমু ও খেলেন দুজনে। তবে এত এনার্জি পূর্ণ নাচ দেখে আপনার ভালো লাগবে। তাঁদের এমন রোমান্টিক গানের ভিডিও এর আগে দেখা যায়নি। মোনালিসার উত্তেজনা সৃষ্টি ফিগার দেখে যে কোনো পুরুষ গলতে বাধ্য। ‘SRK Music‘ নামের চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল। ৫ বছর আগের এই ভিডিও ৭.৯ লক্ষ মানুষ দেখে নিয়েছেন।

সবাই মোনালিসার যৌবনের তারিফ করেছেন। তার উন্মুক্ত পেট ও নাভি যেন রাতের ঘুম উড়েছে সবার। মন মাতানো এই গানটি গেয়েছেন নিরাহুয়া ও গায়িকা কল্পনা। মোনালিসাকে যদিও এখন ভোজপুরী সিনেমায় তেমন একটা দেখা যায় না। বরং হিন্দি টেলিভিশনে প্রচুর কাজ করছেন নায়িকা।