ভোজপুরি গানের তালে দুর্দান্ত শরীরী হিল্লোলে অসাধারণ নাচ হটেস্ট মোনালিসার, তুমুল ভাইরাল ভিডিও

ভোজপুরি সিনেমা ও তার গান এখন সবসময়ই দর্শকদের মন কেড়ে নেয়। নিরহুয়া অর্থাৎ দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে বড়ো অভিনেতা। অন্যদিকে যদি থাকে হটবম্ব অভিনেত্রী মোনালিসা (Monalisa) তাহলে তো আর কথাই নেই। এই জুটি কার্যত দেশীয় সিনেমায় অন্য জুটিদের টক্কর দেয়। ভোজপুরি সিনেমা গুলি মূলত হয় রোমান্টিক। তাই লাস্যময়ী অভিনয়ে আপনার মন মাতাতে তৈরী থাকেন নায়িকারাও। তাই তো বেশ পুরোনো একটি আইটেম ড্যান্স -এর ভিডিও নিয়ে আজ উপস্থিত হয়েছি আপনাদের জন্য।
ভাইরাল (Viral) ভিডিওতে দেখা যাচ্ছে মোনালিসাকে ব্যাপক নাচ করতে। কার্যত আইটেম ডান্সারের ভূমিকায় দেখা গেছে এই ভিডিওতে। বেশ খানিক বয়স কম তাঁর। সেখান থেকেই বোঝা যাচ্ছে কিছু বছর আগের এই ভিডিও। তবে হটনেসে ১০/১০ আছে নায়িকার। শরীর দুলিয়ে ব্যাপক নাচ শুরু করলেন তিনি।
গানের নাম ‘লাহরিয়া লুটা এ রাজা (Lahariya Luta A Raja)। ‘প্রতিজ্ঞা’ (Pratigya) সিনেমার এই গান বর্তমানে খুবই সাড়া ফেলেছে সকলের মধ্যে। গানের শুরুতেই মোনালিসাকে দেখলেও নিরাহুয়াকে দেখা গেছে অন্য ভূমিকায়। কার্যত পাঞ্জাবি ব্যক্তির বেশে সেজে উঠেছেন তিনি। তাই এই ভিডিওতে জুটির রোমান্স নয় বরং মোনালিসার একার শরীরের আগুনে উষ্ণতা ছড়ানো হয়েছে।
মোনালিসার উত্তেজনা সৃষ্টি করা ফিগার দেখে যে কোনো পুরুষ গলতে বাধ্য। নাচের সাথেই এই জবরদস্ত এক্সপ্রেশন দেখার মতো। গানটি গেয়েছেন ইন্দু সোনালি (Indu Sonali)। ‘Ishtar Bhojpuri‘ নামের চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল ৪ বছর আগে। এই ভিডিও বর্তমানে ৭.৬ কোটি মানুষ দেখে নিয়েছেন। মোনালিসার যৌবনের তারিফ করেছেন সকলে কমেন্ট বক্সে। অবসর সময়ে অবশ্যই একা এই গরম করা ভিডিওটি দেখতে পারেন।