EntertainmentVideoViral Video

বৃষ্টি ভেজা রাতে মোনালিসার সাথে উষ্ণ রোমান্স দীনেশ লাল যাদবের, ভিডিও দেখে উত্তেজিত দর্শকরা

Advertisement
Advertisements

ভোজপুরি সিনেমা ও তার গান এখন সবসময়ই দর্শকদের মন কেড়ে নেয়। নিরহুয়া অর্থাৎ দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও হটবম্ব অভিনেত্রী মোনালিসা (Monalisa) -র জুটির ব্যাপক চাহিদা আছে। ভোজপুরি সিনেমা গুলি মূলত হয় রোমান্টিক। তাই লাস্যময়ী অভিনয়ে আপনার মন মাতাতে তৈরী থাকেন নায়িকারাও। তাই তো আবারো নিরাহুয়া ও মোনালিসার বৃষ্টি ভেজা রোমান্স হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল (Viral)।

বৃষ্টি ভেজা রাতে মোনালিসার সাথে উষ্ণ রোমান্স দীনেশ লাল যাদবের, ভিডিও দেখে উত্তেজিত দর্শকরা

 

এবার এই জুটির দুর্দান্ত একটি রোমান্স মাখো মাখো গানের ভিডিও ভাইরাল (Viral) হয়ে উঠেছে। গানের নাম ‘কাস কে দাবা দা’ (Kass Ke Daba Da)। ‘প্রতিজ্ঞা’ (Pratigya) সিনেমার গান ব্যাপক ভাইরাল (Viral) হয়েছিল। গানের শুরুতেই মোনালিসা ও নিরাহুয়া উপস্থিত হলেন বৃষ্টির মধ্যে। মোনালিসার শরীর ভিজে উঠেছে। যার ফলে শরীরের স্পষ্ট ভাঁজ।

বৃষ্টি ভেজা রাতে মোনালিসার সাথে উষ্ণ রোমান্স দীনেশ লাল যাদবের, ভিডিও দেখে উত্তেজিত দর্শকরা

কোনো সময় মোনালিসা তো কখনো নিরহুয়া চুমু খাচ্ছে দুজন দুজনের শরীরে। ভিডিওতে ঠোঁটে ঠোঁট রেখে চুমুও খেলেন দুজনে। তাঁদের দুজনের এমন রোমান্স এর আগে কোনোদিন দেখা যায়নি। মোনালিসার উত্তেজনা সৃষ্টি করা ফিগার দেখে যে কোনো পুরুষ গলতে বাধ্য। নাচের সাথেই এই জবরদস্ত এক্সপ্রেশন দেখার মতো। গানটি গেয়েছেন ইন্দু সোনালি (Indu Sonali)। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এদের জুটি সেরার সেরা তা আবারো একবার প্রমাণ হয়ে গেল।

Wave Music Bhojpuri‘ নামের চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল। ৮ বছর আগের এই ভিডিও বর্তমানে ২২ লক্ষ মানুষ দেখে নিয়েছেন। মোনালিসার যৌবনের তারিফ করেছেন সকলে কমেন্ট বক্সে। তার উন্মুক্ত পেট ও নাভি দেখে যেন রাতের ঘুম উড়েছে সবার। শাড়িতে যে সেক্সি লুক তা ফুটে উঠেছে সম্পূর্ণভাবে। তাই অবশ্যই এই ভিডিওটি দেখার অনুরোধ রইলো সকলের কাছে।