×
Entertainment

স্বল্প পোশাকে উপচে পড়ছে যৌবন, বোল্ড লুকে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন ঝুমা বৌদি

কথায় বলে ‘ওল্ড ইজ গোল্ড’, ঝুমা বৌদিও ঠিক তেমনটাই। দুপুর ঠাকুরপো শেষ হয়ে গেলেও ঝুমা বৌদি ওরফে মোনালিসা রয়ে গিয়েছে সকলের মনে। তার আসল নাম অন্তরা বিশ্বাস। কোনো না কোন কারণে তিনি প্রায়শই উঠে আসে সংবাদের শিরোনামে।

বেশ কয়েক বছর আগে সঙ্গীত বাংলায় অনুষ্ঠিত হওয়া হাওড়া ব্রিজ নামক গানের অনুষ্ঠানের সঞ্চালিকা হিসেবে তাকে দেখা যায়। তবে, বাংলাতে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি এই বাঙালি তনয়া। তবে, তাই বলে তিনি কিন্তু থেকে থাকেনি।

ADVERTISEMENT

বাংলার পাশাপাশি হিন্দি এবং ভোজপুরিতেও অসামান্য অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি। তবে, ঝুমা বৌদি ওরফে মোনালিসা যুবকদের বুকে ঝড় তুলেছিল দুপুর ঠাকুরপো সিজন ২ এ অভিনয় করে।

তবে,ঝুমা বৌদির হট লুকে ঘায়েল ৮ থেকে ৮০ সকলে। সম্প্রতি ইনস্ট্রগ্রামে ঝুমা বৌদি ওরফে মোনালিসা একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে একটি কালো রঙের বিকিনি ও সঙ্গে কালো চশমা পরে বাথটবে শুয়ে ছবি তুলতে দেখা গেছে। কালো বিকিনিতে ঝুমা বৌদিকে যে একবারে হট এন্ড সেক্সী লাগছে তা আর বলার অপেক্ষা রাখে না।

এই পোশাকে তার গ্ল্যামার যেন চুইয়ে পড়ছে। মাঝে মধ্যেই এমন ছবি বা ভিডিও পোস্ট করে ঝুমা বৌদি যে, সকল পুরুষদের রাতের ঘুম কাড়ছেন তা আর নতুন করে বলার কিছু নেই। সম্প্রতি তাঁর এই ছবিই তুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles