‘বিচ্ছিরি লাগছে, সুখে থাকতে ভুতে কিলায়’! রিল ভিডিও বানিয়ে কটাক্ষের শিকার গায়িকা মোনালি ঠাকুর

‛এমনিতেই তো মিষ্টি ছিলেন! সার্জারি করা কি জরুরি ছিল?’ ভিডিও শেয়ার করতেই মোনালীকে প্রশ্ন নেটিজেনদের। পাশাপাশি বইছে একেরপর এক কটাক্ষের বন্যা। গানের জগতের একজন সুপরিচিত গায়িকা হলেন মোনালী ঠাকুর (Monali Thakur)। শক্তি ঠাকুরের ছোট কন্যা তিনি। নিজের সুরের জাদু দিয়ে তিনি মুগ্ধ করেছেন সকলকে।
View this post on Instagram
বর্তমানে এই ‛মোহ মোহ কে ধাগে’ খ্যাত গায়িকাকে দেখা যাচ্ছে স্টার জলসার মিউজিক রিয়েলিটি শো ‛সুপার সিঙ্গার ৪’-র মঞ্চে। বহুদিনের বিরতি শেষে আবার তাকে স্টার জলসার এই রিয়েলিটি শোয়ের মঞ্চে দেখতে পাচ্ছেন ভক্তরা। আর সেখান থেকেই তিনি মাঝে মধ্যে ছবি ও রিল ভিডিও শেয়ার করেন। সম্প্রতি মোনালী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও।
View this post on Instagram
যেখানে তাকে সুপার সিঙ্গারের বিচারকের আসন থেকেই সেলফি মোডে একেরপর এক অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে। কালো রঙের ওয়েস্টার্ন ড্রেসে ধরা দিয়েছেন গায়িকা। তবে, ভিডিওতে তার মুখের গড়ন দেখে অবাক হয়েছেন সকলেই। গানের পাশাপাশি সৌন্দর্য্যের কারণেও বেশ চর্চায় থাকেন মোনালী। তবে এবার গায়িকার রূপ দেখে অবাক হয়েছেন সকলেই।
View this post on Instagram
ভিডিও শেয়ার করে তিনি একটি পেজকে ট্যাগ করেছেন। তবে, মোনালীর এই ছবি দেখে নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন। কেউ লিখেছেন ‛এমনিতেই তো মিষ্টি ছিলেন! সার্জারি করা কি জরুরি ছিল?’। আবার কেউ লিখেছেন ‛বিচ্ছিরি লাগছে’। কেউ আবার পুরোনো মোনালীকে মিস করেছেন বলেও জানিয়েছেন।
এর আগেও একবার কালো রঙের মনোকিনিতে ছবি পোস্ট করে নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন গায়িকা। এমনকি ব্যাক্তিগত কারণেও সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন। সম্প্রতি মোনালির এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।