Monali Thakur: ‘সুখে থাকতে যখন ভুতে কিলায়’, প্লাস্টিক সার্জারি নিয়ে দেদার কটাক্ষ গায়িকা মোনালিকে!

‛এ কি অবস্থা মুখের?’, ‛নাকে সার্জারি করিয়েছ নাকি?’ মোনালীর ছবি দেখে এমনই সব মন্তব্য নেটিজেনদের। গানের জগতের একজন সুপরিচিত গায়িকা হলেন মোনালি ঠাকুর (Monali Thakur)। অভিনেতা শক্তি ঠাকুরের মেয়ে তিনি। নিজের সুরের জাদু দিয়ে তিনি মুগ্ধ করেছেন সকলকে। ‛মোহ মোহ কে ধাগে’ খ্যাত গায়িকাকে এবার দেখা যাচ্ছে মিউজিক রিয়েলিটি শো ‛সুপার সিঙ্গার ৪’-র মঞ্চে।
View this post on Instagram
বহুদিনের বিরতি শেষে আবার তাকে স্টার জলসার এই রিয়েলিটি শোয়ের মঞ্চে দেখতে পাচ্ছেন ভক্তরা। মোনালি ছাড়াও এই মঞ্চে বিচারকের আসনে দেখা যাচ্ছে রুপম ইসলাম ও শানকে। এছাড়া শো সঞ্চালনায় দায়িত্বে রয়েছেন জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। সম্প্রতি মোনালি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেছেন।
View this post on Instagram
বিচারকের আসন থেকে শেয়ার করা ওই ছবি গুলিতে মোনালীর মুখ দেখে অবাক হয়েছেন সকলেই। গানের পাশাপাশি সৌন্দর্য্যের কারণেও বেশ চর্চায় থাকেন মোনালি। তবে এবার গায়িকার রূপ দেখে অবাক হয়েছেন সকলেই। তার ঠোঁট, গাল, নাকের আকার দেখে নানান মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛নাকে সার্জারি করিয়েছো নাকি?’। এবার কেউ লিখেছেন ‛এ কি মুখের অবস্থা’। আবার কেউ লিখেছেন ‛এ কি অবস্থা মুখের?’। এছাড়া আবার একজন লিখেছেন, ‘সুখে থাকতে ভুতে কিলায়’।
আর এই প্রসঙ্গে বারবারই উঠে এসেছে সার্জারির অভিযোগ। যদিও এই প্রথম নয় এর আগেও টলিউড বলুন বা বলিউড অনেক তারকাদের নিয়েই সার্জারির প্রসঙ্গ উঠেছে। তবে, মোনালীর এই পরিবর্তন সার্জারির জন্য নয় বলেই জানা গিয়েছে। এর আগেও একবার কালো রঙের মনোকিনিতে ছবি পোস্ট করে নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন গায়িকা।