×
Entertainment

স্বল্প পোশাকে উপচে পড়ছে যৌবন, বিকিনি লুকে প্রশংসা কুড়োলেন মোনালী ঠাকুর

এককথায় তিনি রূপে লক্ষী এবং গুনে সরস্বতী। যেমনই মিষ্টি তাঁর গলার সুর। ঠিক তেমনই মিষ্টি তাঁর মুখের হাসি। তাঁর গলায় যেন স্বয়ং সরস্বতীর বাস। তাঁর সুরে মাতোয়ারা হয়নি এমন কেউ নেই। ভাবছেন তো কার কথা বলছি? তিনি হলেন সকলের প্রিয় মোনালী ঠাকুর। গায়ক এবং অভিনেতা শক্তি ঠাকুরের ছোট মেয়ে তিনি।

বাবার মতোই তিনি নানান গুণের অধিকারী। মোনালী শুধুমাত্র গায়ক হিসেবেই নয় তিনি ভারতনাটম,সালসা, হিপহপ এর মত কঠিন ডান্স ফর্মেও যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন। এছাড়া তিনি একজন অভিনেত্রীও বটে। কিন্তু এখন নাচ, অভিনয় এই দুটোকেই সরিয়ে তিনি গানের জগতেই বিরাজ করছেন।

ছোটবেলায় প্রথম তাঁর বাবা অর্থাৎ শক্তি ঠাকুরের কাছেই তাঁর গানের হাতেখড়ি হয়। এরপর তিনি পন্ডিত জগদীশ প্রসাদ এবং পন্ডিত অজয় চক্রবর্তীর হাত ধরে সঙ্গীত জীবনের পথচলা শুরু করেন। ২০০৮ সালে তিনি বলিউডের “রেস থি” ছবিতে ‘জারা জারা টাচ মি টাচ মি’ গানটি গেয়ে অনেক প্রশংসা পান।

আর তারপর থেকে তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। সাফল্য যেন নিজে থেকেই তাঁর কাছে এসে ধরা দিয়েছে। এছাড়া তার সাওয়ার লু ও মোহা মোহা কে ধাগে এই গান দুটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

তবে, গানের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় তিনি। কখন তিনি আপডেট দেবেন তাঁর জন্য মুখিয়ে থাকে দর্শকরা। সম্প্রতি মোনালী একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সেখানে তাঁকে সমুদ্রের পাড়ে একটি সুইমিং শ্যুট পরে নিজ ভঙ্গিমায় ছবি তুলতে দেখা গেছে। ছবিটি পোস্ট করা মাত্রই অনুরাগীরা কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন। কেউ তো রীতিমত অবাক তাঁর এই লুক দেখে। সম্প্রতি মোনালির এই সুইমিং কস্টিউম পরা বিকিনি লুকের ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।