×
EntertainmentTrendingViral Video

শরীরের সাথে দীর্ঘদিন চলছে লড়াই, বাধা পেরিয়ে ফর্মে ফিরলেন মোনালি ঠাকুর, ভাইরাল ভিডিও

বাঙালি কন্যা ক্রাশ বলতে গানের জগতে যার কথা মনে পড়ে তিনি হলেন মোনালি ঠাকুর। যেমন সুন্দর মিষ্টি তার গলার সুর দারুন সুন্দর মিষ্টি সে দেখতে। যাকে বলে এক কথায় রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তুমি বর্তমানে সেই বলিউড এবং সংগীত জগত এবং অভিনয় এই সবকিছু থেকে দূরে রয়েছেন। তিনি হলেন গায়ক এবং অভিনেতা শক্তি ঠাকুরের ছোট কন্যা। মোনালি ঠাকুরের কলেজ ছিল সেন্ট জেভিয়ার্স, সেখান থেকে তিনি ইংরেজিতে স্নাতক নিয়ে পাশ করেছেন। ছোটবেলা থেকেই মনে নেই তার বাবার কাছ থেকেই সংগীত পরিচর্যা স্টার্ট করেন। এবং বাবার মতন একজন নামকরা সংগীতশিল্পী হয়ে উঠেছেন আজ। পন্ডিত জগদীশ প্রসাদ এবং এবং পন্ডিত অজয় চক্রবর্তীর হাত ধরে তার সঙ্গীত জীবনের পথ চলা শুরু হয়।

শুধুমাত্র গানেই তিনি পারদর্শী নন এছাড়াও তিনি হিপহপ, সালসা ,ভারতনাট্যম নাচের মতন কঠিন কঠিন ডান্স ফর্মে তিনি দক্ষতা অর্জন করেছেন। 2006 সাল থেকে শুরু হয় তার বলিউড জীবনের যাত্রা। ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় সিজনের প্রতিযোগীনি ছিলেন তিনি।

ADVERTISEMENT

2008 সালে বলিউডে রেস থ্রি’ ছবিতে প্রথম গান ছিল জারা টাচ মি টাচ মি। এরপর আর কখনও তাকে পেছনে ফিরে আর তাকাতে হয়নি। সাফল্য তার পেছন পেছন দৌড়াচ্ছে। লুটেরা’ ছবিতে সওয়ার লু গানটা গাইবার জন্য তিনি পুরস্কার পান। জোর লাগাকে হাইসা ছবির গান “মোহ মোহ কে ধাগে “এই গানটিতে বেশ পপুলারিটি পেয়েছিলেন। তিনি 2014 সালে লক্ষ্মী ছবিতে অভিনয় করেছিলেন এবং তা ছিল দেখবার মতন। অনেক ছোট বয়স থেকেই তিনি গান করতেন মাত্র 14 বছর বয়সে রামকৃষ্ণ ধারাবাহিকে গান গাওয়ার জন্য তিনি আনন্দলোক পুরস্কার পেয়েছিলেন।

তবে তার ব্যক্তিগত জীবনকে কখনোই তিনি লোক সম্মুখে নিয়ে আসেননি। সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন এবং সেটি ভীষণভাবে ভাইরাল হয়ে পড়েন সেখানে দেখা যায় অভিনেত্রী এবং গায়িকাকে ওয়ার্কআউট করতে যেখানে তিনি ওয়েটলিফটিং করছেন। তিনি ক্যাপশনে জানান দীর্ঘ দু’বছর ধরে তিনি কোনো রকম কোনো শরীরচর্চা করেননি তাই লকডাউনের পর এবার মেদ ঝরানোর পালা। এই নিয়ে তার অনুগামীরা অনেকেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন

ADVERTISEMENT

Related Articles