শট ড্রেসে নতুন লুকে ‘মোহর’, হট সাজে নেটিজেনদের প্রশংসা কুড়োলেন সোনামনি
সন্ধ্যে হলেই স্টার জলসা বলুন বা জি বাংলা মা, ঠাকুমারা তাঁদের পছন্দের সিরিয়াল দেখতে বসে পড়েন। সিরিয়ালের টাইম হলেই টিভির পর্দায় চোখ আটকে যায় অনেকেরই। তাদের পছন্দের সিরিয়াল না দেখতে পেলে কারোর কারোর তো রাতে ঘুমও আসেনা। পৃথিবী রসাতলে যাক ক্ষতি নেই কিন্তু সিরিয়ালের একটা এপিসোডও মিস হতে দেওয়া যাবে না। আর এমন দর্শক যদি থাকে তাহলে তো রেটিং নিয়ে ভাবতেই হয় না। আর তাঁর মধ্যে সিরিয়ালের গল্প যদি হয় মুচমুচে তাহলে তো কোন কথাই নেই।
বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী সোনা সাহা। তবে, এই নামের চেয়ে মোহর ধারাবাহিকের মোহর হিসেবেই তাকে দর্শকরা বেশি চেনে। রাত ৮ টা বাজলেই স্টার জলসার পর্দায় সকলের প্রিয় মোহরকে দেখতে মুখিয়ে থাকে দর্শকরা। তাঁর অভিনয় দক্ষতা দিয়ে সে জিতে নিয়েছে সকলের মন। এছাড়া সিরিয়ালে তাঁর পড়াশোনার প্রতি আগ্রহ ও সত্যের পথে চলা সবই নজর কেড়েছে দর্শকদের।
সিরিয়ালে সালোয়ার ও শাড়ি ছাড়া অন্য কিছুই পড়তে দেখা যায়না মোহরকে। তবে, এবার সম্পূর্ণ অন্যলুকে ধরা দিলেন সকলের প্রিয় মোহর। তাঁর এই লুকে রীতিমতো উচ্ছাসিত দর্শকরা।
সম্প্রতি অভিনেত্রী তাঁর ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে একটি একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে রংবেরংয়ের ওয়েস্টার্ন ড্রেসে দেখা গেছে। সঙ্গে রয়েছে একটি লং কোর্ট। নিজের ভঙ্গিমায় ছবি তুলেছে অভিনেত্রী। আর ছবিটি পোস্ট করা মাত্রই অনুরাগীরা প্রশংসায় ভরিতে দিয়েছে তাঁর কমেন্ট সেকশন। সম্প্রতি অভিনেত্রীর পোস্ট করা এই ছবিই হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।