জ্যাকেট খুলে এমন পোজ দিলেন মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ, মাদালসার হট লুকে বোল্ড আউট নেটিজেনরা

পরণে কালো ক্রপটপ ও শর্ট স্কার্ট! বোল্ড লুকে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন মাদালসা শর্মা। মিঠুন (Mithun Chakraborty) পুত্র মহাক্ষয়ের স্ত্রী হলেন মাদালসা (Madalsa Sharma)। ২০১৮ সালে ধুমধাম করে তাদের বিয়ে হয়। মহাক্ষয় সেভাবে অভিনয় জগতে জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও তাঁর স্ত্রী ছোট পর্দায় বেশ জনপ্রিয়। বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‛শ্রীময়ী’ র রিমেক হিন্দিতে হয়েছে।
View this post on Instagram
স্টার প্লাস (Star plus) এর জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ তে কাব্য নামের একটি চরিত্রে অভিনয় করছেন মাদালসা। আর সেখানে জুন আন্টি র চরিত্রে দেখা মিলেছে তার। আর সেই কারণেই নিত্যদিন সকলের ড্রয়িং রুমে হাজির হন মাদালসা। আর তার চরিত্রের কারণেই তাকে নানান কুকথা শুনতে হয়। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও চলে ট্রোলের বন্যা। যদিও এই ব্যাপারটি নিয়ে মাদালসা মোটেই বিরক্ত নন।
View this post on Instagram
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ এই অভিনেত্রী। এমনকি যথেষ্ট মর্ডান ও স্টাইলিশও বটে। আর তা বোঝা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলে। পর্দায় বেশিরভাগ সময় ট্র্যাডিশনাল লুকে দেখা গেলেও বাস্তবে খোলামেলা লুকে ধরা দেন অভিনেত্রী। সম্প্রতি মাদালসা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে বোল্ড লুকে দেখা গিয়েছে।
View this post on Instagram
মাদালাসার পরণে রয়েছে কালো রঙের ক্রপটপ ও শর্ট স্কার্ট। সঙ্গে ঘিয়ে রঙের ব্লেজার। মাথায় রিবন, পায়ে হাইহিল ও হাতে ব্যাগ। বোল্ড লুকে অভিনেত্রীর এই লুক দেখে রীতিমতো ঘুম উড়েছে পুরুষদের। সম্প্রতি মাদালাসার এই লুক মুহূর্তেই ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।