EntertainmentVideoViral Video

Viral Video : মঞ্চের উপর নোরা ফাতেহির সাথে তাল মিলিয়ে উদ্দাম নাচ মহাগুরু মিঠুন চক্রবর্তীর, তুমুল ভাইরাল ভিডিও

Kamariya‘ গানে মঞ্চের উপর নেচে তাক লাগালো নোরা ফাতেহি ও মিঠুন চক্রবর্তী। বলতে গেলে বলিউডের (Bollywood) একজন জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল তথা অভিনেত্রী হিসেবে নোরা ফাতেহিকে (Nora Fatehi) এখন সকলেই চেনেন। নাচের পাশাপাশি তাঁর হট লুক রীতিমতো ঘুম কাড়ে ৮-৮০-এর সকল পুরুষদের। মাঝে মধ্যেই নতুন নতুন ভিডিও (Video) দিয়ে সকলের নজর কাড়েন নোরা।

বলিউড চলচ্চিত্র ‛রোয়ার দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস’ -এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। বর্তমানে তাঁর সৌন্দর্য্যে রীতিমতো ঘায়েল ভক্তরা। আর ওদিকে ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নিয়েও আশাকরি নতুন করে বলার কিছু নেই। আর এবার হুনারবাজ রিয়েলিটি শোয়ের মঞ্চে মিঠুন ও নোরাকে একসঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে। তাও আবার জনপ্রিয় ট্রেন্ডিং ‛Kamariya‘ গানে।

তাদের ড্যান্সের স্টেপ দেখে তো কুপোকাত সকলেই। এদিন মঞ্চে নোরা ও মিঠুন ছাড়াও উপস্থিত ছিলেন করণ জোহর ও পরিণীতি চোপড়া। মরোক্কোর সুন্দরী নোরা এদিন ফ্লোরাল অফ শোল্ডার ড্রেসে ধরা দিয়েছিলেন। আর মিঠুনের (Mithun Chakraborty) পরণে ছিল খয়েরি রঙের ব্লেজার। গানের সঙ্গে সঙ্গে নোরার প্রতিটি স্টেপে রীতিমতো মুগ্ধ হয়েছেন সকলেই। ‛Hamza-K-DRv‘ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।

যথারীতি মিঠুন ও নোরার (Mithun-Nora) এই নাচ দেখে একেরপর এক প্রশংসা বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛কি সুন্দর নোরার নাচ’। আবার কেউ মিঠুনের প্রশংসা করে লিখেছেন যে, ‛মিঠুনদা হলেন বেস্ট অলরাউন্ডার’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল মিঠুন ও নোরার এই নাচের ভিডিও।