Entertainment

ক্যামেরার সামনে পোশাক বদলে রেড হট লুকে হাজির ‘মিঠাই’ সৌমিতৃষা, দেখে কুপোকাত ভক্তরা (VIDEO)

ফের একবার রিল ভিডিওতে নেটিজেনদের নজর কাড়লেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)! মুহুর্তে ভাইরাল ভিডিও। বর্তমানে তিনি ছোটপর্দার গন্ডি পেরিয়ে বড়পর্দায় পা রাখতে চলেছেন। তাকে নিয়ে মানুষজনের ক্রেজ কিছু কম নয়। বলতে গেলে তিনি হলেন টেলিপাড়ার প্রথম সারির জনপ্রিয় নায়িকা। বাংলা টেলিভিশনের (Television) পর্দায় জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘মিঠাই’ (Mithai)। এই সিরিয়াল নিয়ে মানুষের যেমন উত্তেজনা ছিল ঠিক তেমনই সিরিয়ালের চরিত্র গুলোও ব্যাপক জনপ্রিয় ছিল দর্শক মাঝে।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

আর সেখানেই মিঠাইয়ের চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। প্রতিদিন রাত ৮ টা বাজলেই মিঠাই রানীর দুস্টু-মিষ্টিতে ভরা খুনসুটি দেখতে টিভির পর্দায় ভিড় জমাতো দর্শকেরা। যদিও পরে স্লট বদল করে সন্ধ্যে ৬ টায় এই সিরিয়ালের দেখা মিলতো। তবে, তারপরেও জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এতটুকুও। এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)।

তবে, ‘মিঠাই’ ধারাবাহিকই তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। সদ্য শেষ হয়েছে সিরিয়াল। বলা চলে তারপরেও বাংলা টেলিভিশনের (Television) জনপ্রিয় তথা দর্শকদের পছন্দের নায়িকা হলেন সৌমিতৃষা। সম্প্রতি শেষ হয়েছে ধারাবাহিক। আপাতত কিছুদিন বিশ্রাম নেবেন তিনি। আর তারপরই তার বড়পর্দায় কাজ শুরু হবে। অতনু রায়চৌধুরী প্রযোজিত ও অভিজিৎ সেন পরিচালিত ‛প্রধান’ ছবিতে তাকে দেখা যাবে। দেবের বিপরীতে কাজ করবেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। আগস্ট মাস থেকে শুরু হবে শ্যুটিং।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

সোশ্যাল মিডিয়ার ব্যাপক এক্টিভ এই অভিনেত্রী মাঝেমধ্যেই রিল ভিডিওতে নজর কাড়েন। সম্প্রতি সৌমিতৃষা (Soumitrisha Kundu) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে প্রথমে একটি শর্ট প্যান্ট ও টপে দেখা যাচ্ছে। আর তারপরই নিমেষের মধ্যেই নায়িকা ধরা দিলেন লাল রঙের থাইস্লিট লং গাউনে। কানে ইয়াররিং। হালকা মেকআপ সহ লিপস্টিকে মুহূর্তেই ঝড় তুলেছেন অভিনেত্রী। ভিডিও শেয়ার করে সৌমিতৃষা ক্যাপশনে লিখেছেন যে, ‛অনেক দিন পর’। সঙ্গে ট্যাগ করেছেন রুদ্র সাহাকে।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

ভিডিও শেয়ার করতেই সহ অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা আগুনের ইমোজি কমেন্ট করেছেন। তার উত্তরে সৌমিতৃষা লিখেছেন, ‛বিড়াল’। সঙ্গে হার্টের ইমোজি দিয়েছেন। রুদ্র সাহা লিখেছেন ‛হায় আগুন শেষ’। তার উত্তরে সৌমিতৃষা লিখেছেন ‛এখনও তোমার স্টকটাই দেখানো হল না। এটা তো ট্রেলার’। এমনকি নেটিজেনরাও প্রশংসায় ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল ভিডিও (Viral Video)।