Soumitrisha Kundu: ‘মিঠাই’ শেষ হতেই বিয়ে সেরে ফেললেন সৌমিতৃষা!

একেরপর এক চমক। মিঠাই শেষ হতেই এবার বিয়ের পিঁড়িতে বসলেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)! মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛মিঠাই’ (Mithai)। যেটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। আর এই সিরিয়ালের দৌলতে তিনি পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। বলতে গেলে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির একনম্বর নায়িকা তিনি। তবে, সকলের ভালোবাসার মিঠাই খুব শীঘ্রই অফ এয়ার হতে চলেছে।
আর যা নিয়ে দর্শকদের মনখারাপের অন্ত নেই। তবে, ছোটপর্দায় কাজ শেষ করতে না করতেই সৌমিতৃষার (Soumitrisha Kundu) বড়পর্দায় পদার্পনের খবর অনুরাগীদের মনে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। তবে এসবের মাঝেই সৌমিতৃষার একটি ভিডিও (Video) ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যেখানে তার লুক দেখে অনেকেই ভাবতে বসেছেন তাহলে কি এবার মিঠাই ছাড়ার পর বিয়ে করে ফেললেন অভিনেত্রী? আরে না মশাই তেমনটা একেবারেই নয়।
প্রথমেই বলে রাখি ভিডিওটি (Video) শেয়ার করেছেন কলকাতার ফ্যাশান ফটোগ্রাফার রুদ্র সাহা (Rudra Saha)। বহু আর্টিস্টদের তিনি যত্ন করে সাজিয়ে তোলেন। আর সেই জায়গায় বাদ যায়নি মিঠাইরানীও। যদিও এই ফটোশ্যুটটি ২০২২ সালের। যেখানে সৌমিতৃষার (Soumitrisha Kundu) রূপ দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা। কেউ কেউ বলেছেন তাকে বৈকুণ্ঠের লক্ষী প্রতিমার মতো দেখতে লাগছে।
View this post on Instagram
কিন্তু কি এমন সেজেছিলেন অভিনেত্রী? তার জন্য তো ভিডিওটি আপনাকে দেখতেই হবে। এদিন সৌমিতৃষার (Soumitrisha Kundu) পরণে ছিল ফ্লোরাল প্রিন্টেড নীলাম্বরী শাড়ি। সঙ্গে লাল রঙের স্লিভলেস ব্লাউজ। কপালে ও গালে রয়েছে শ্বেত চন্দনের কল্কা। কপালে লাল টিপ, সিঁথি রাঙানো সিঁদুরে। খোলা চুলে হালকা কার্ল করা। সঙ্গে স্মোকি আই, লাল লিপস্টিক ও গ্লসি মেকআপে সৌমিতৃষার লুক ছিল অনবদ্য।
এখানেই শেষ নয় গলায় বলুন বা হাতে অথবা কানে এদিন রুপোর গয়নায় নিজেকে সাজিয়ে তুলেছিলেন অভিনেত্রী। ভিডিও শেয়ার করে রুদ্র সাহা ক্যাপশনে লিখেছেন যে, ‛মুরলী কাঁদে রাধে রাধে বোলে’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) আরও একবার তুমুল ভাইরাল হয়েছে সৌমিতৃষার (Soumitrisha Kundu) এই লুক।