Entertainment

Soumitrisha Kundu: দেবের পর এবার রাজের ছবির নায়িকা ‘মিঠাই’ সৌমিতৃষা! খুশিতে ডগমগ ভক্তরা

তবে কি এবার রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ছবির নায়িকা হতে চলেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)? গুঞ্জন নেটমহলে। জি বাংলার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি ছিল ‛মিঠাই’ (Mithai)। চলতি মাসের গোড়ার দিকে শেষ হয়েছে এই সিরিয়াল। আর তার আগেই মিঠাই রানীর বড়পর্দায় পা রাখার খবর ছড়িয়ে পড়েছিল চারিদিকে। আর সেই নিয়ে ব্যাপক উচ্ছাসিত তার অনুরাগীরা। অতনু রায়চৌধুরী প্রযোজিত ও অভিজিৎ সেন পরিচালিত ‛প্রধান’ ছবিতে তাকে দেখা যাবে।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

টলিউডের লাভার বয় দেবের (Dev) বিপরীতে কাজ করবেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। আগস্ট মাস থেকে শুরু হবে শ্যুটিং। তবে, এরই মাঝে সোমবার নিজের অনুরাগীদের জন্য বড়সড় চমক আনলেন আদরের মিঠাই রানী। পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সঙ্গে শেয়ার করলেন দুটি ছবি। এই ছবি শেয়ার করে সৌমিতৃষা ক্যাপশনে লিখেছেন যে, ‛এমন মানুষদের চারপাশে থাকো যারা তোমায় নতুন কিছু শেখায়। এমনকি নিজের সেরাটা দিতে অনুপ্রেরণা জোগায়’।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

যথারীতি সৌমিতৃষার (Soumitrisha Kundu) এই ছবি দেখা মাত্রই নেটিজেনরা রীতিমতো উচ্চসিত হয়ে উঠেছেন। সকলেরই মনে প্রশ্ন জাগতে শুরু করেছে তাহলে কি আগামীতে রাজ চক্রবর্তীর ছবির নায়িকা হতে চলেছেন সৌমিতৃষা? যদিও সেখবর এখনও স্পষ্ট নয়। ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛নিজের সেরাটা দাও’। আবার কেউ লিখেছেন ‛আজ পিঠে, পুলি, পাটিসাপটা সব খাবো’।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

প্রধান ছাড়াও জিতের ‛বুমেরাং’ ছবির অফার এসেছিল সৌমিতৃষার (Soumitrisha Kundu) কাছে। কিন্তু সে সময় অসুস্থতার কারণে কাজ নিতে পারেননি অভিনেত্রী। পরে সেই কাজ যায় ছোটপর্দার আরও এক অভিনেত্রী দেবচন্দ্রিমার কাছে। তবে, এক সাক্ষাৎকারে সৌমিতৃষাকে প্রশ্ন করা হয়েছিল তিনি সিনেমায় নাকি সিরিয়ালে কাজ করতে চান? সেই বিষয়ে অভিনেত্রী বলেছেন যে, দুটোই ভালোলাগার জায়গা। সিরিয়াল আমাকে পরিচিতি দিয়েছে। আর সিনেমায় আমি নিজেকে আরও প্রমান করতে পারবো। আগামী দিনে যেমন সুযোগ আসবে তেমন কাজ করবো।

আপাতত দেখার পালা আগামী দিনে সৌমিতৃষাকে আর কোন কোন প্রজেক্টে দেখা যায়।