×
Entertainment

হ্যান্ডসাম যুবকের সঙ্গে রোমান্টিক পোজ সকলের প্রিয় মিঠাই রানীর, ‘এটাই কি সৌমিতৃষার মনের মানুষ?’ চাঞ্চল্য ভক্তদের মধ্যে

রোম্যান্টিক দৃষ্টিতে হল চার চোখের মিলন! তাহলে কি এটাই মিঠাই রানীর বয়ফ্রেন্ড? চাঞ্চল্য নেট মাধ্যমে। এই মুহূর্তে দাঁড়িয়ে টেলিভিশনের পর্দায় অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। সিরিয়ালে সকলের মূল আকর্ষণ হল ‘মিঠাই রানী’। এই মিঠাইয়ের চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। প্রতিদিন রাত ৮ টা বাজলেই মিঠাই রানীর দুস্টু-মিষ্টিতে ভরা খুনসুটি দেখতে টিভির পর্দায় ভিড় জমায় দর্শকরা।

সমসাময়িক চলা সিরিয়াল গুলির নায়িকাদের চেয়ে তার জনপ্রিয়তা খানিকটা বেশিই বলা চলে। আর তাইতো সিরিয়ালের বাইরে গিয়েই তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তিনি কখন কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন তা সবটাই থাকে নেটিজেনদের নখদর্পণে। বরাবরই নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। কিন্তু হঠাৎ তাকে দেখা গেল এক হ্যান্ডসাম পুরুষের দিকে রোম্যান্টিক দৃষ্টিতে তাকিয়ে থাকতে।

আর সেই থেকেই জল্পনা শুরু নেট মহলে। তাহলে কি এটাই মিঠাই রানীর মনের মানুষ? আজ্ঞে না মশাই। ছবিতে থাকা ছেলেটি হলেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রুদ্র সাহা(Rudra Saha)। যিনি কিনা এই মুহূর্তে টেলি থেকে টলিপাড়ার বহু নামিদামি অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করে ফেলেছেন। আর এবারে সেই তালিকায় নাম জুড়েছে মিঠাই ওরফে সৌমিতৃষার। সম্প্রতি একটি ম্যাগাজিনের শ্যুট র কারণে রুদ্র সাহা র সঙ্গে কাজ করেছেন মিঠাই রানী।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

আর সেখানেই শ্যুটিং এর ফাঁকে তোলা এই ছবি রুদ্রই শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে, ‛পৃথিবীর সবথেকে মিষ্টি মেয়ে মিঠাই’। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রও ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে।