Entertainment

খোলামেলা পোশাকে নেটদুনিয়ায় ঝড় তুললেন ‘মিঠাই’ সৌমিতৃষা, দেখে চোখ সরছে না যুবক ভক্তদের

বাংলা ধারাবাহিকগুলোর  মধ্যে জনপ্রিয় একটি ধারাবাহিক ‘মিঠাই’ শেষ হয়ে গেলেও যার খ্যাতি এখনও অপ্রতিরোধ্য। প্রায় ৫৫ সপ্তাহ ধরে টিআরপির শীর্ষে রাজত্ব করেছিল এই ধারাবাহিক। আ বাংলা ধারাবাহিকের ইতিহাসে প্রথম। তাইতো ধারাবাহিক প্রতিটি কলাকুশলী আজও মনে রয়েছে দর্শকদের। বিশেষ করে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) মুখে একাধিক মিষ্টি মিষ্টি সংলাপ, ‘গোপাল হেলেপ’ সংলাপ টি কয়েক জন্ম মানুষের মনের কোণে থেকে যাবে।

লম্বা বিনুনী, পরনে শাড়ি, চোখে কাজল নিয়ে মিঠাইয়ের চরিত্রে সৌমিতৃষার দুর্দান্ত অভিনয় সবারই মন কেড়েছিল। ইন্ডাস্ট্রিতে সে পাঁচ বছর অভিনয় করলেও জনপ্রিয়তা দিয়েছিল মিঠাই চরিত্রটি। তাই তো মিঠাই শেষ হয়ে যাওয়ার পরেও থেমে নেই তিনি। নানা রকম বোল্ড ফটোশুট করে ভক্তদের নজর কেড়ে নিচ্ছেন তিনি। খুব শীঘ্রই ‘প্রধান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন সৌমি। তাঁর বিপরীতে থাকবেন সুপারস্টার দেব। সুতরাং সৌমি এখন সপ্তম সাগরে ভাসছে।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

সোশ্যাল মিডিয়াতেও তিনি দারুন সক্রিয় সৌমিতৃষা। মাঝেমধ্যেই নিজের বোন্ড ফটোশুটের একেকটি ছবি এবং ভিডিও পোস্ট করে দর্শক মনে হিল্লোল তোলেন। সম্প্রতি তিনি আরও একটি বোল্ড ফটোশুটের ভিডিও নিজের Instagram-এ পোস্ট করলেন।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

যেখানে তাঁকে দেখা যাচ্ছে, স্কিন টাইট গাউন, ন্যুড মেকআপ এবং চুলে বিনুনি করা। তাঁর মারাত্মক লুকে এবং বোল্ড দৃষ্টিভঙ্গি, অসাধারণ সেক্সি পোজে ক্লিনবোল্ড হয়ে গেলেন সকলে। গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজছে, ‘পাঠান’ ছবির বিখ্যাত গান ‘বেশরম রং’ (Besharam Rang) ভিডিওটি এখনো পর্যন্ত কয়েক মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে।