Advertisement
EntertainmentVideo

রুদ্র-নিপার বিয়ের দিনই ঘটল বড় বিপদ, সিডকে বাঁচাতে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো মিঠাই, প্রোমো দেখে উত্তেজিত দর্শকরা

Advertisement
Advertisements

Mithai New Promo: নীপা-রুদ্রর বিয়ের দিনেই গুলিতে আহত মিঠাই রানী! নতুন প্রোমো দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের। গতকালই প্রকাশ্যে এসেছে এ সপ্তাহের টিআরপি তালিকা। আর সেখানে বেশ খারাপ ফল করেছে মিঠাই রানী। প্রথম তিনে তো নেই বরং চার নম্বরে গিয়ে খাতা খুলেছে এই ধারাবহিক। আর তাই দর্শকদের স্রোতে ফেরাতেই মরিয়া গোটা টিম। প্রোমো দিয়েই খানিকটা করলেন বাজিমাত।

 

View this post on Instagram

 

A post shared by ADRIT ROY (@adritroyfc)

Advertisements

আর তার প্রমানও মিললো। প্রোমো দেখে ফ্যানেরা তো বলেই বসলেন এতদিনের সেরা প্রোমো। ওই প্রোমোর ট্যাগলাইন ‛জীবন মৃত্যুর টানাপোড়েনে মিঠাই’। ভাইরাল ওই প্রোমোতে দেখা যাচ্ছে যে এক বিয়ের রেশ কাটতে না কাটতেই মোদক পরিবারে বসেছে আরেক বিয়ের আসর। অবশেষে সম্পন্ন হয় রুদ্র ও নীপার বিয়ে। আর এই জন্য নীপা কৃতজ্ঞও থাকে সিড-মিঠাইয়ের কাছে। আর তখন সিড নীপা-রুদ্রকে হানিমুনের টিকিট দিতে ব্যস্ত থাকে। ওদিকে ওমি আগরওয়াল মোদকদের এত খুশি মেনে নিতে পারেনা।

Advertisements

আর তাই সিডকে মারতে তাক করে বন্ধুক। ঠিক সেই মুহূর্তেই সিডকে বাঁচাতে এগিয়ে আসে মিঠাই রানী। বুকে গুলি খেয়ে একেবারে মাটিতে লুটিয়ে পড়ে। আর তারপরই মিঠাইকে কোলে তুলে নেয় সিড। ভাইরাল (Viral) ওই প্রোমো ঘিরে রীতিমতো উত্তেজনা শুরু হয়ে গিয়েছে দর্শকদের মধ্যে। সকলেই মিঠাই রানীকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

এরই মধ্যে মিঠাইয়ের এই প্রোমো দেখে এক নেটিজেন লিখেছেন যে ‛প্রোমো দেখে ভালো লাগলো, তবে মিঠাইয়ের গুলি লাগার দৃশ্য দেখে মনটা খারাপ। তবে মিঠাইকে টপ পজিশনে ফিরতে গেলে সিরিয়াস ট্র্যাক আনতেই হবে। জয় গোপাল’। কিন্তু এই প্রোমোর উপর ভিত্তি করেই আগামী দিকে ‛মিঠাই’ (Mithai) ধারাবাহিকের রেটিংয়ে কতটা রদবদল হবে সেটাই এখন দেখার।