অবশেষে হল রহস্যের পর্দাফাঁস! মিষ্টির ‘মা’ই আসলে ‘মিঠাই’ সবাইকে জানালো মিঠি, আসছে জমজমাট টুইষ্ট

এবার খালি আসল রহস্য ভেদের পালা। যাকে এতদিন সবাই মৃত বলে ভাবতো সেই মিঠাই যে আসলে জীবিত তা এখন সকলেই জানেন। বাংলা টেলিভিশনের পর্দায় সকলের প্রিয় একটি ধারাবাহিক ছিল মিঠাই। টানা ৫৬ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরার সেরা জায়গা ধরে রেখেছিল এই ধারাবাহিক। কিন্তু বর্তমানে আর বেঙ্গল টপার নেই এই ধারাবাহিক। কিন্তু তাতে কি এই সিরিয়াল নিয়ে মানুষের জনপ্রিয়তা কিছু কম না।
আর বর্তমানে যেভাবে একেরপর এক চমক আসছে সিরিয়ালে তাতে তো আবারও এই সিরিয়াল বেঙ্গল টপার হওয়ার তালিকায় না পৌঁছে যায়। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, শিবরাত্রিতের দিন ক্ষনিকের জন্য মিঠাইয়ের দেখা পেয়েছিল সিড। কিন্তু তারপরেও মিঠাইকে পায়নি সে। তখন থেকে সে খুঁজে চলেছে মিঠাই রানীকে। ওদিকে নফুর বাবুও অন্য একজনকে মিঠাই সাজিয়ে দাঁড় করিয়েছে সিডের সামনে।
কিন্তু পুলিশের চোখকে কি আর অত সহজে ফাঁকি দেওয়া সম্ভব। আর তাই এবার মিঠাই রহস্যভেদে মিঠির সাহয্য নিয়েছে সিদ্ধার্থ। একেবারে হুবুহু মিঠাই সেজে সে উপস্থিত হয়েছে বাঁকের হাটে। পাড়ার মন্দিরে গান গাওয়া থেকে মিষ্টির সঙ্গে ভাব জমানো সবই সে সেরে ফেলেছে। শুধু তাই নয় মিঠাইয়ের বেশে হাজির হয়েছে নফুর বাবুর বাড়িতে। তবে, তার কীর্তিকলাপ দেখে সকলেই অবাক হচ্ছেন।
শান্ত শিষ্ঠ মিষ্টির মা থেকে কি করে সে এমন ডাকাবুকো হয়ে গেল তা অবাক করেছে সবাইকে। ওদিকে মিঠিই হল্লা পার্টিকে ফোন করে এই গোটা বিষয়টি জানায়। বলে যে মিষ্টির মাই আসলে মিঠাই ম্যাম। এখন শুধু দেখার পালা কিভাবে এবার মিঠাইয়ের খোঁজ পাবে সিড। যথারীতি এমন একটি পর্ব দেখে আনন্দে আত্মহারা মিঠাই ভক্তরা। সকলেই আগামী এপিসোডের অপেক্ষায় রয়েছে।