Entertainment

‘উচ্ছেবাবু তোমার আর আমার পথচলা এই পর্যন্তই’, সিড ও মিঠির বিয়ের কথা জেনে বাড়ি ছাড়লো মিঠাই

Advertisement
Advertisements

মিঠি-সিডের (Mithi-Sid) বিয়ের কথা জেনে অবশেষে মনোহরা ছাড়লো মিঠাই! বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛মিঠাই’ (Mithai)। প্রথম দিন থেকেই দর্শকদের বেশ কাছের হয়ে উঠেছে ধারাবাহিকটি। একটা সময় টানা ৫৬ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরার সেরা জায়গা ধরে রেখেছিল এই সিরিয়াল। তবে, বর্তমানে প্রথম স্থানে না থাকলেও জনপ্রিয়তার জায়গায় এই সিরিয়াল রয়েছে সবার আগে।

‘উচ্ছেবাবু তোমার আর আমার পথচলা এই পর্যন্তই', সিড ও মিঠির বিয়ের কথা জেনে বাড়ি ছাড়লো মিঠাই

বর্তমানে মিঠাই (Mithai) ফিরে আসায় আবারও হালে পানি পেয়েছে এই ধারাবাহিক। মিঠাই মারা যাওয়ার পর থেকে মোদক পরিবারের একেবারে ছন্নছাড়া অবস্থা হয়েছিল। মাঝে মিঠাইয়ের মতো দেখতে মিঠি (Mithi) আসায় অনেক কিছুই আবার ঘটতে থাকে মোদক পরিবারে। মিঠির হাত ধরে মিঠাইয়ের খুনীদের শাস্তি দেয় সিড। তবে, এরই মাঝে আবার হাজির হয়েছে মিঠাই। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বর্তমানে মিঠাইকে ফিরে পেয়েছে সিড। সে যে আসলে মরেনি তা প্রমাণ হয়েছে।

‘উচ্ছেবাবু তোমার আর আমার পথচলা এই পর্যন্তই', সিড ও মিঠির বিয়ের কথা জেনে বাড়ি ছাড়লো মিঠাই

একটু একটু করে তার পুরোনো কথা সব মনেও পড়ছে। কিন্তু তারই মাঝে হল গ্যাঁড়াকল। হাসপাতাল থেকে মিঠি ফেরে মনোহরাতে। আর সেখানেই শ্রী (Sree) মিঠির (Mithi) সঙ্গে কথা বলে ডঃ ব্যানার্জিকে (Dr. Banerjee) তোমার কেমন লাগে? আর সেই প্রসঙ্গেই উঠে আসে সিড-মিঠির (Sid-Mithi) বিয়ের কথা। ওদিকে মিঠাই মিঠির জন্য খাবার নিয়ে ঘরে আসার পথে সেসব কথা শুনে ফেলে। যথারীতি এসব কথা শুনে সে কষ্টও পায়। এমনকি ভাবে যে, সে এসেছে বলেই মিঠির সংসার ভেঙেছে।

‘উচ্ছেবাবু তোমার আর আমার পথচলা এই পর্যন্তই', সিড ও মিঠির বিয়ের কথা জেনে বাড়ি ছাড়লো মিঠাই

এমনকি সিডের (Sid) উপর খানিকটা অভিমান করে সে একটি চিঠি লিখে বাড়ি থেকে চলে যায়। ওদিকে সোম-তোর্সার (Som-Torsa) মধ্যেও সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যায়। এদিকে পরদিন সকালে মিঠাই মিঠাইকে খুঁজতে এলে দেখতে পায়না। শাক্য ও মিষ্টি (Sakko-Misti) তাদের মাকে না পেয়ে উতলা হয়ে ওঠে। আর তারপরই মিঠি একটি চিঠি হাতে পায়। যা কিনা মিঠাইয়ের লেখা। বাড়ির সবাই তো রীতিমতো চিন্তায় পড়ে যায় এমন একটি কান্ড ঘটেছে শুনে।

তাহলে কি এবার সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেল মিঠাই (Mithai)? সিড (Sid) তাকে কি আবার খুঁজে পাবে! এখন তারই অপেক্ষায় ভক্তরা।