Entertainment

Mithai: শেষ শুটিং, আচমকা শেষ হচ্ছে মিঠাই! ‘সিদ্ধার্থ’ আদৃতের পোস্ট দেখে মন খারাপ ভক্তদের

Advertisement

‛শেষদিন মনোহরার সেটে’! হঠাৎই আদৃতের (Adrit Roy) করা পোস্ট গিয়ে হইচই নেটমাধ্যমে। বর্তমানে নায়িকা রোহিনী বসুর (Rohini Basu)খপ্পরে পড়েছে সিড (Sid)। সুন্দরী নায়িকার খপ্পর থেকে কিভাবে উচ্ছেবাবুকে আগলে রাখবে সেটাই দেখানো হচ্ছে ধারাবাহিকে। কিন্তু তারই মাঝে শনিবার রাতে আদৃতের করা একটি পোস্ট ঘিরে রীতিমতো উত্তাল হয়েছে নেটপাড়া। ওই পোস্টের ক্যাপশনে এমনকি পোস্ট করা ভিডিওতে (Video) অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে যে, শেষবার মনোহরার সেটে!

Mithai: শেষ শুটিং, আচমকা শেষ হচ্ছে মিঠাই! ‘সিদ্ধার্থ' আদৃতের পোস্ট দেখে মন খারাপ ভক্তদের

আর সেই পোস্ট দেখেই রীতিমতো চমকে গিয়েছেন ভক্তরা। তাহলে কি এমন আচমকাই মিঠাই (Mithai) শেষ হতে চলেছে?! আরে না মশাই এখনও মিঠাই চলবে। অভিনেতা প্রথম লাইনেই এমন একটি কথা লিখেছেন যারফলে ভক্তরা আর শেষের লাইন সেভাবে দেখেননি। শেষের লাইনে আদৃত (Adrit Roy) লিখেছেন যে, ‛আপনাদের জানিয়ে রাখি ধারাবাহিক কিন্তু এখনও শেষ হয়নি’। কিন্তু তাহলে বিষয়টি কি হল?

Mithai: শেষ শুটিং, আচমকা শেষ হচ্ছে মিঠাই! ‘সিদ্ধার্থ' আদৃতের পোস্ট দেখে মন খারাপ ভক্তদের

সেক্ষেত্রে এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিঠাইয়ের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস (Rajendraprasad Das) জানিয়েছেন যে, হ্যাঁ আজ আমরা মনোহরার ফ্লোরে শেষবারে শ্যুট করলাম। মিঠাইয়ের (Mithai) সেট বদল হচ্ছে। ওই সেটে নতুন সিরিয়ালের শ্যুটিং চলবে। আর তাই রিনোভেশণের কাজ চলবে। মিঠাই টিমের ওখানে আজ শেষদিন ছিল। এবার অনেকের মনেই প্রশ্ন জেগেছে কোন সিরিয়ালের আগমনে ঘরছাড়া হতে হল মিঠাই ধারাবাহিককে।

Mithai: শেষ শুটিং, আচমকা শেষ হচ্ছে মিঠাই! ‘সিদ্ধার্থ' আদৃতের পোস্ট দেখে মন খারাপ ভক্তদের

সেক্ষেত্রে জানিয়ে রাখি যে, জি বাংলার (Zee Bangla) নিজস্ব প্রযোজনাতে তৈরি হচ্ছে ‛ফুলকি’ (Fulki) ধারাবাহিক। আর তারই শ্যুটিং চলবে। তাহলে কি এবার ভারতলক্ষী স্টুডিও ছেড়ে অন্য জায়গায় হবে মিঠাই ধারাবাহিকের শ্যুটিং? সেই বিষয়ে পরিচালক মশাই জানিয়েছেন যে, ওই স্টুডিওর অন্য জায়গায় হবে শ্যুটিং। এমনকি মিঠাই শেষ হওয়া প্রসঙ্গে তিনি জানান যে, এখনও পর্যন্ত মিঠাই শেষ হওয়ার ব্যাপারে কিছু জানা যায়নি। তবে, যার শুরু আছে তা শেষ তো হবেই।

এদিন সোজা সিঁড়ি দিয়ে নেমে প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে হাতজোড় করেন অভিনেতা আদৃত (Adrit Roy)। এমনকি গোটা মনোহরা সেট ঘুরিয়ে দেখান। এমনকি দর্শকদের কৃতজ্ঞতা জানান। ধন্যবাদ জানান জি বাংলা ও ভারতলক্ষী স্টুডিওকে।