Entertainment

Mithai: সিদ্ধার্থকে মিষ্টি বানানো শেখাবে মিঠাই রানী, অন্তিম এপিসোডের ঝলক দেখে চোখে জল দর্শকদের

‛সে যেনো মনোহরা তাকে চিনি চিনি, মিঠে একটা ছড়া তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছে তোমায়, নাম মিঠাই’! এই টাইটেল ট্র্যাকটি আপামর সিরিয়াল প্রেমী মানুষের কাছে একটা ইমোশন হয়ে থেকে যাবে আজীবন। বছর গড়িয়েছে টিভির পর্দায় নানা সিরিয়াল যেমন এসেছে তেমনই আবার সময়ের নিয়মে সেই সিরিয়াল বন্ধও হয়েছে। তবে, মিঠাই(Mithai) এর জনপ্রিয়তা কেউ কোনোদিন ছুঁতে পারবে না বলেই সকলের মত। একটু একটু করে মনখারাপ বাড়ছে ভক্তদের।

কেননা, রবিবার নয় শুক্রবারই ইতি পড়তে চলেছে মিঠাইয়ের কাহিনীতে। মিঠাই-সিডের (Mithai-Sid) দুস্টু-মিষ্টি খুনসুটির দিন শেষ হওয়ার পালা। আর মাত্র ২ টো পর্ব। তারপরই ছোটপর্দা থেকে চিরতরে বিদায় নেওয়ার পালা গোটা মোদক পরিবারের। আর তারই মাঝে প্রকাশ্যে এসেছে মিঠাইয়ের শেষপর্বের কিছু শ্যুটিংয়ের দৃশ্য। জি বাংলার (Zee Bangla) অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ (Instagram Page) থেকেই ভিডিওটি ভাইরাল হয়েছে। যা দেখে আরও একবার আবেগপ্রবন হয়ে পড়লেন ভক্তরা।

ওই ভিডিওর প্রথমেই দেখা যাচ্ছে যে, সিরিয়ালের প্রথমদিনে মিঠাইয়ের হাঁড়ি মাথায় নিয়ে মনোহরা ফেরি করার সেই সিন। আর তারপরই দুধে আলতা রঙের শাড়িতে মাথায় ফুল গুঁজে একেরপর এক পোজ দিচ্ছে শাক্য ও মিষ্টির মা। আর তারপরই তুফান মেল ও উচ্ছে বাবু ধরা দিল একই ফ্রেমে। ইতিমধ্যেই সকলে জানেন নিশ্চই পথ দুর্ঘটনায় আহত হয়েছে মিঠাই। যার কারণে হাতে চোটও পেয়েছে। তাই এবার সে বাঁ হাত দিয়েই দাদুর নাতিকে টেনে আনছে।

আর সামনেই সাজানো রয়েছে মিষ্টি তৈরির সামগ্রী সহ ওভেন ও তাওয়া। তাহলে কি এবার সিডকে মিষ্টি বানানো শেখাবে মিঠাই? যদিও তা বলবে ধারাবাহিকের আগামী পর্ব। আর এরপরই ওই ভিডিওতে সৌমিতৃষাকে ঘিরে ভক্তদের উচ্ছাসের ভিডিও ফুটে উঠেছে। তবে, মিঠাইয়ের শেষপর্বে ভক্তদের জন্য যে একটা টুইস্ট রয়েছে সেটা স্পষ্ট জানালেন কাহিনীকার। তিনি বলেন যে, ‛আমরা চেয়েছিলাম লকডাউনে সবাই যেন হেপ্পি হয়ে যায়। সেটা যে সম্ভব হয়েছে এটাই আনন্দের’।

তবে তিনি আরও বলেছেন যে, মিঠাইয়ের শেষপর্বে আমরা টুইস্ট রেখেছি। যা দেখে লোকের পুরোনো কথা মনে পড়বে। তবে, এরপর ‛মিঠাই ২’ (Mithai 2) আসবে নাকি সেই বিষয়ে তিনি জানান যে, সেটা ভবিষ্যৎ বলবে। আর দর্শকদের কি চাহিদা আছে সেই দেখে চ্যানেল ঠিক করবে। আপাতত মিঠাই শেষ হওয়ায় দুরু দুরু বুকে প্রহর কাটছে অনুরাগীদের।